v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-30 13:55:55    
সিছুয়ান ভূমিকম্প ত্রাণ কাজের টাইটেল গান 'বেঁচে থাকি বা মারে যাই, আমরা বিচ্ছিন্ন হবো না'

cri

গান 'বেঁচে থাকি বা মারে যাই, আমরা বিচ্ছিন্ন হবো না'এ গানটির রচয়তা হলেন ওয়াং ফিংচিউ পেইচিং অলিম্পিক গেমস সাংগঠনিক কমিটির সংস্কৃতি বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠন সংক্রান্ত পরিচালক। ২৩ মে তিনি এ গানের সঙ্গে নিয়ে গানটি চীনের রেড ক্রস সোসাইটিকে প্রদান করেছেন। এ গানটি সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভূমিকম্পের পর ত্রাণ কাজের টাইটেল গানে পরিনত হয়েছে। এখন আমি এ গান সম্পর্কিত কিছু কথা জানাবো।

১২ মে সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান জেলায় ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বের বিভিন্ন পক্ষ দুর্গত অঞ্চলে সাহায্য করেছে। নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দেয়ার পাশাপাশি নিহতদের কথা স্মরণ করা ও জীবিত ব্যক্তিদেরকে উত্সাহ দেয়ার জন্য অনেক গান রচিত হয়েছে। 'বেঁচে থাকি বা মারে যাই, আমরা বিচ্ছিন্ন হবো না' নামের এই গানটি আমাদের মনে সবচেয়ে গভীর দাগ কটেছে।

(সংগীত)

গানটির কথা এমন, বেঁচে থাকি বা মারে যাই আমি তোমাকে ছেড়ে যাবো না। আমি প্রতিটি সেকেন্ডকে হিসাব করে তোমার জন্য অপেক্ষা করছি। আমি বিশ্বাস করি জীবনের শেষ নেই। আমি তোমার সঙ্গে উপসনা ও নিঃশ্বাস নেই। এ গানের কথা চীনা মানুষের হৃদয়ের কথার প্রতিধ্বনি। আমরা দুর্গত অঞ্চলের জনগণের সঙ্গে চীরদিন থাকবো, বেঁচে থাকি বা মারে যাই আমরা কখনোই বিচ্ছিন্ন হবো না। ওয়াং ফিংচিউ সবচেয়ে সহজ ও সাধারণ মানুষের উপযোগী করে ভূমিকম্প কালীন সময় চীনা মানুষের মনের কথা লিপিবদ্ধ করেছেন।

(রে ১)

'প্রথমে আমার কাজ ছিল অলিম্পিক মশাল হস্তান্তর সংগঠন, কিন্তু এখন হল জীবন হস্তান্তর। আমি প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওএর এক জোরা জুতা ধরার দৃশ্য দেখে অনেক ভেবেছি। এ গানের কথা হল আমার ভাবাবেগের প্রকাশ।'

(সংগীত)

এ গানটি ওয়েনছুয়ান ভূমিকম্প ত্রাণ কাজের টাইটেল গানে পরিনত হওয়ার পাশাপাশি পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ঘোষণা করেছে, এ গানটি পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর দলের ত্রাণ তত্পরতার টাইটেল গান হিসেবেও ব্যবহৃত হবে। অনেক বিদেশী গণ মাধ্যম বলেছে, ভবিষ্যতে পেইচিং অলিম্পিক গেমস সংশ্লিষ্ট সাংস্কৃতিক তত্পরতা সিছুয়ান ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের সঙ্গে সমন্বয় করা হবে। কিন্তু ওয়া ফিঁচিউ এ কথা অস্বীকার করেছেন। তিনি বলেন,

(রে ২)

'পেইচিং অলিম্পিক গেমসের সংশ্লিষ্ট সাংস্কৃতিক কর্মকান্ডের পরিকল্পনায় কোন পরিবর্তন হবে না। আমরা দুর্গত জনগণের জন্য আরো প্রচেষ্টা চালাবো। আমদের সাংস্কৃতিক তত্পরতা চালানোর সময় দুর্গত নাগরিকদের কথা মনে রাখবো।'

ছাই ইউয়ে