ঘোড়া হল হংকংয়ের প্রতীক। কারণ পেইচিং অলিম্পিক গেমসের ঘোড়সওয়ার প্রতিযোগিতাগুলো হংকংয়ে আয়োজিত হবে।
(রে ৩)
সম্প্রতি অলিম্পিক গেমসের আয়োজন স্বাগত জানানোর জন্য হংকংয়ে ঘোড়া প্রতিমান প্রদর্শনী আয়োজিত হয়েছে। অলিম্পিক গেমসের ঘোড়সওয়া প্রতিযোগিতায় ঘোড়ার ক্রিয়াকলাপের ১৮টি ঘোড়ার প্রতিমান হংকংয়ের ১৮টি ডিস্ট্রিক্টে প্রদর্শিত ছিল। ১৮জন শিল্পী হংকংয়ের ১৮টি ডিস্ট্রিক্টের বৈশিষ্ট্য নিয়ে এ ১৮টি ঘোড়ার প্রতিমান তৈরী করেছেন।
এক নীল রঙের ঘোড়া তাফু জেলা প্রতীক। ঘোড়ার গায়ে মেঘ রয়েছে। এ ঘোড়ার ডিজাইন সম্পর্কে ডিজাইনার লি চানহুই বলেন,
(রে ৪)
'আমার মনে তাফু জেলার আয়তন বড়। আমি তাফু জেলায় বহু গাছ ও নীল আকাশ দেখেছি। সেজন্য আমি নীল আকাশ ও মেঘ দিয়ে তাফু জেলার ঘোড়া তৈরী করেছি।'
হংকং ঘোড়সওয়ার সমিতির চেয়ারম্যান ছেন চুচে বলেন, এ ১৮টি ঘোড়া অলিম্পিক গেমসের সহকারী শহর হংকংয়ের নতুন প্রতীকে পরিনত হবে।
হংকংয়ের নাগরিকরা ইতিবাচকভাবে অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক সেবায় অংশ নেন। এখন পর্যন্ত হংকং দুই দফা স্বেচ্ছাসেবক নির্বাচন করেছে। হংকংয়ের বেসামরিক প্রশাসন ব্যুরোর খবরে জানা গেছে, গত এপ্রিল মাসে অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক হিসেবে আবেদন করা ৭হাজারেরও বেশি নাগরিকদের সধ্যে সর্বশেষ দফা নির্বাচিত হবে। এর আগে ১০হাজারেরও বেশি নাগরিক ১হাজার স্বেচ্ছাসেবকের আসনের জন্য আবদান করেছেন।
1 2 3
|