v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-30 13:04:03    
আসিয়ানের বন্ধুরা পেইচিং অলিম্পিক গেমস সফল আয়োজনকে শুভেচ্ছা জানান

cri
গত সপ্তাহে চীন-আসিয়ান বেতার ও টেলিভিশন শীর্ষ ফোরাম পেইচিংয়ে আয়োজিত হয়েছে। ২৩ এপ্রিল এবারের ফোরামে অংশগ্রহণকারী আসিয়ানের প্রতিনিধিরা পেইচিং অলিম্পিক গেমস ২০০৮'র কয়েকটি স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তাঁরা পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের প্রশংসা করেছেন ও পেইচিং অলিম্পিক গেমস সফল আয়োজনকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া, তাঁরা কোনো ব্যক্তি অলিম্পিক গেমসের মাধ্যমে নিজের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের তত্পরতার নিন্দা করেছেন। এখন আমি এ সম্পর্কে আপনাদেরকে কিছু কথা জানাবো।

২৩ এপ্রিল আসিয়ানের বিভিন্ন সদস্য দেশের সরকার এবং বেতার ও টেলিভিশনের উচ্চ পদস্থ প্রতিনিধিরা পেইচিং অলিম্পিক গেমসের প্রধান স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম ও সাঁতার স্টেডিয়াম জাতীয় সাঁতার কেন্দ্র পরিদর্শন করেছেন। লাওসের জাতীয় টেলিভিশন কেন্দ্রের মহাপরিচালক সিফা নংলাথ বলেন, পেইচিং অলিম্পিক গেমসের স্টে ডিয়াম হল তাঁর জীবনে দেখা সবচেয়ে সুন্দর স্টেডিয়াম। তিনি আরো বলেন, 'আমরা অলিম্পিক গেমসের স্টেডিয়ামে দেখেছি অনেক শ্রমিক স্টেডিয়াম নির্মাণ করছেন। এ দু'টি স্টেডিয়াম অনেক সুন্দর। আমার অনেক আনন্দিত লাগে। আমি এ জীবনে এত সুন্দর স্টেডিয়াম কোখনো দেখি নি। পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের সাফল্য অর্জিত হয়েছে। আমি আন্তরিকভাবে আশা করি, পেইচিং অলিম্পিক গেমস সফলভাবে আয়োজিত হবে।'

এবারের ফোরামে অংশগ্রহণকারী আসিয়ানের প্রতিনিধিদের মধ্যে এর আগে চীনে এসেছিলেন। যেমন ভোইস অফ ভিয়েতনাম বেতারের বিদেশী কেন্দ্রের উপপরিচালক নগুইয়েন থি থুই লান। অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ পেইচিংয়ের কোনো কোনো পরিবর্তন করেছে। এ সম্পর্কে তিনি বলেন, '২০০৫ সালে আমি প্রথম বারের মত চীনে এসেছিলাম। তখন পেইচিং অলিম্পিক গেমসের আরো বাকী ১হাজার দিন। আমি চীনা ভাষা বুঝতে পারি না। সেজন্য তখন আমার অনেক অসুবিধা রয়েছে। কিন্তু এবার পেইচিংয়ে এসে আমি আমিশ্কার করি পেইচিংয়ের হোটেল ও সড়কে ইংরেজি লেখা প্রতীক রয়েছে। পেইচিংয়ের অনেক পরিবর্তন হয়েছে।'

অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ ছাড়াও আসিয়ানের অতিথিরা পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের ওপর সজাগ দৃষ্টি রাখছেন। ভোইস অফ ভিয়েতনামের আরেকজন উপপরিচালক হোয়াং মিন নগুইয়েত বলেন, পেইচিং অলিম্পিক গেমসের মশাল এপ্রিল মাসের শেষ দিকে ভিয়েতনামে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ভিয়েতনামের নাগরিকরা পেইচিং অলিম্পিক গেমসের মশাল ভিয়েতনামে হস্তান্তরের জন্য অনেক আনন্দিত এবং ভিয়েতনামে সফলভাবে হস্তান্তর করা হয়েছে।

আসিয়ানের প্রতিনিধিরা কোনো কোনো ব্যক্তি অলিম্পিক গেমসের মাধ্যমে নিজের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের তত্পরতার নিন্দা করেছেন। ইন্দোনেশিয়ার বেতার কমিটির চেয়ারম্যান সাসা ডজুয়ারসা সেন্ডজাজা বলেন, রাজনীতি ক্রীড়ার সঙ্গে সংযুক্ত তত্পরতা ভূল। তিনি আরো বলেন, 'আমি এ ধরণের মানুষকে হুশিয়ারী করি, ক্রীড়া রাজনীতির সঙ্গে সংযোগ করবে না। সাধারণ মানুষ শুধু অলিম্পিক গেমসের ওপর সজাগ দৃষ্টি রাখে।'

লাওস তথ্য ও সংস্কৃতি উপ মন্ত্রী বোসেংখাম ভংদালা অলিম্পিক মশাল হস্তান্তর পন্ড করার ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, 'অলিম্পিক গেমস হল সারা বিশ্বের জনগণের আড়ম্বরময় ক্রীড়া অনুষ্ঠান। সারা বিশ্বে অলিম্পকের মশাল হস্তান্তর বিশ্বের জনগণের যোগাযোগ জোরদারের জন্য অনুকূল। অলিম্পিকের মশাল হস্তান্তরের যেকোনো তত্পরতা ভূল। অলিম্পিক গেমস ও মশাল হস্তান্তরের মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করা উচিত না।'

এখন পর্যন্ত পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের আরো ১০০দিনেরও কম। আসিয়ানের অতিথিরা বলেন, পেইচিং অলিম্পিক গেমস সফলভাবে আয়োজিত হবে। তাঁরা বিশ্বাস করেন পেইচিং অলিম্পিক গেমস সকল এশিয়াকে মর্যাদা লাভ করবে। ফিলিবানের বেতার সমিটির চেয়ারম্যান আন্টোনিও ভেন্টোসা বলেন, 'আমি অলিম্পিক গেমস পেইচিংয়ে আয়োজনের জন্য অনেক আনন্দিত। আমরা বিশ্বাস করি চীন এশিয়া ও সকল বিশ্বের সঙ্গে নিজের মর্যাদা ও আনন্দ উপভোগ করবে। আমি পেইচিং ও পেইচিং অলিম্পিক গেমসকে শুভেচ্ছা জানাই।'

ছাই ইউয়ে