v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-29 20:37:28    
মন্টি নেগ্রো প্রজাতন্ত্র

cri

    মন্টি নেগ্রো প্রজাতন্ত্র ইউরোপ বল্কান উপদ্বীপের মধ্য-উত্তর এবং এ্যাডরিয়াটিক সাগরের পূর্বাঞ্চলে অবস্থিত। দেশটির আয়তন ১৩ হাজার ৮ শ বর্গকিলোমিটার। তার উত্তর পূর্ব দিকে সার্বিয়া, দক্ষিণ পূর্ব দিকে আলজেরিয়া, উত্তর পশ্চিম দিকে বসনিয়া-হের্জেগোভিনা এবং পশ্চিম দিকে ক্রয়েশিয়া।

    লোকসংখ্যা ৬ লাখ ৫০ হাজার। এর মধ্যে মন্টি নেগ্রো জাতি ও সার্বিয় জাতি পৃথক পৃথকভাবে ৪৩ ও ৩২ শতাংশ। সরকারী ভাষা মন্টি নেগ্রো ভাষা। অধিকাংশ অধিবাসী দ্র্য অর্থোডক্স ইস্টার্ন গীর্জা ধর্মে বিশ্বাসী।

   রাজধানি পোডগোরিকা।

    দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর , মন্টি নেগ্রো হচ্ছে জুগোস্লাভিয়া ৬টি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে অন্যতম। ১৯৯২ সালে মন্টি নেগ্রো সার্বিয়ার সঙ্গে জুগোস্লাভিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারী জুগোস্লাভিয়ার নাম পরিবর্তন হয়েছে সার্বিয়া ও মন্টি নেগ্রো। ২০০৬ সালের ৩ জুন মন্টি নেগ্রো স্বাধীনতার ঘোষণা করে। একই বছরের ২২ জুন সার্বিয়া মন্টি নেগ্রোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। একই বছরের ২৮ জুন ৬০তম জাতিসংঘ সাধারণ পরিষদে মন্টি নেগ্রো প্রজাতন্ত্রকে জাতিসংঘের ১৯২টি সদস্য দেশ অন্তর্ভূক্ত হওয়ার প্রস্তাব গৃহীত হয়।

    ২০০৬ সালের ২১ মে মন্টি নেগ্রো প্রজাতন্ত্র গণভোট নেয়া হয়। এতে ৫৫.৫ শতাংশ মন্টি নেগ্রোস্বাধীনতার ভোট পেয়েছে। একই বছরের ৩ জুন মন্টি নেগ্রো পার্লামেন্টে " স্বাধীন প্রস্তাব" গৃহীত হয়। ১৫ জুন সার্বিয়া মন্টি নেগ্রো প্রজাতন্ত্রকে স্বীকার করার ঘোষণা করে। ২০০৭ সালের ১৯ অক্টোবর দেশের নাম পরিণত হয়েছে মন্টি নেগ্রো।

    সাম্প্রতিক বছরগুলোতে মন্টি নেগ্রোর অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন সংস্কার এগিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে দেশটির অর্থনীতির উন্নয়ন বেড়েছে। ২০০৫ সালে মাথাপিছু জি ডি পি হচ্ছে ২ হাজার ৬৩৫ ইউরো, যা প্রায় ৩ হাজার ১১০ মার্কিন ডলার।

    ২০০৬ সালের ১৪ জুন চীনের সাবেক পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং মন্টি নেগ্রোর পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে পেইচিংয়ে সাক্ষাত্ করেন। শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতিতে মন্টি নেগ্রোপ্রজাতন্ত্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করতে চীন আগ্রহী। একই বছরের ৬ জুন লি চাও সিং তার সঙ্গে পেইচিংয়ে " চীন ও মন্টি নেগ্রো প্রজাতন্ত্রের কূটনৈতিক যৌথ প্রস্তাব" স্বাক্ষর করে।--ওয়াং হাইমান