২৯ মে সকালে পেইচিং অলিম্পিক গেমসের মশাল সুষ্ঠুভাবে চীনের পূর্বাঞ্চলের আন হুই প্রদেশের হুয়াই নান শহরে হস্তান্তরহয়েছে।
মশাল হস্তান্তরের আগে অংশগ্রহণকারীরা চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভয়াবহ ভূমিকম্পের নিহতদের শোকে এক মিনিট নীরবতা পালন করেন।
এই হস্তান্তরের প্রথম মশালবাহক ছিলেন পেইচিং অলিম্পিক গেমস সাংগঠনিক কমিটির উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের কর্ম বিভাগের টেলিভিশন প্রচার বিষয়ক সাধারণ সমন্বয়কারী এবং চীনের বিখ্যাত টেলিভিশন উপস্থাপক চৌ থাও । হুয়াই নান শহরের ক্রীড়া ও সাংস্কৃতিক কেন্দ্র মহাচত্বর থেকে মশাল হস্তান্তরের অনুষ্ঠান শুরু হয়। ১০০জন মশালবাহকের হাতঘুরে এদিন সকাল সাড়ে নয়টায় চূড়ান্ত স্থান-- হুয়াই নান ক্রীড়া কেন্দ্রে গিয়ে মশাল হস্তান্তর শেষ হয়। এর মোট দৈর্ঘ্য ছিল ১০ কিলোমিটার। সময় লেগেছে প্রায় দুই ঘন্টা৩০ মিনিট ।--ওয়াং হাইমান
|