২৮ মে পেইচিং পর্যটন ব্যুরোর উপপরিচালক মাদাম সোং ইউ মেই বলেছেন, পেইচিং অলিম্পিক গেমস চলাকালে পর্যটন ক্ষেত্রের বিভিন্ন আপ্যায়নের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে।
এদিন সোং ইউ মেই পেইচিং অলিম্পিক তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান, পেইচিং শহরের পর্যটন ক্ষেত্রের উন্মুক্ত পরিসেবা স্থাপনা নির্মাণ ও স্বয়ংসম্পূর্ণতার কাজ সম্পন্ন হয়েছে এবং অলিম্পিক পর্যটন ক্ষেত্রের তথ্য প্রকাশ ও পরামর্শ সেবা ব্যবস্থা গড়ে তুলেছে।
জানা গেছে, অলিম্পিক চলার সময়ে পেইচিং এলাকায় অতিথি-কক্ষের সংখ্যা থাকবে তিন লাখ ৩০ হাজারেরও বেশি। (লিলু)
|