২৩ মে সকালে পূর্ব চীনের মহানগরী শাংহাইয়ে পেইচিং অলিম্পিক মশালের দু'দিনব্যাপী হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়েছে ।
হস্তান্তর অনুষ্ঠান শুরু হওয়ার আগে সকল অংশগ্রহণকারী ওয়েন ছুয়ানের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন ।
শাংহাইয়ে মশাল হস্তান্তরের প্রথম মশালধারী হচ্ছেন ১৯৯২ সালে বার্সিলোনা অলিম্পিক গেমসে মেয়েদের ১ শো মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণপদক জয়ী চুয়ান ইউন ।
২৪ মে পর্যন্ত শাংহাইয়ে অলিম্পিক মশাল হস্তান্তর অব্যাহত থাকবে । (থান ইয়াও খাং)
|