২২ মে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠান অব্যাহত রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সি ছুয়ান প্রদেশের পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠানের সময় ৩ থেকে ৫ আগেস্ট পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। তার অর্থ হলো পেইচিং ধাপের আগের ধাপ হবে সি ছুয়ান প্রদেশ।
সি ছুয়ান প্র্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করার জন্য পেইচিং অলিম্পকি গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠান ১৯ থেকে ২১ মে স্থগিত করা হয়। ২২ মে মশাল হস্তান্তর অনুষ্ঠান পূর্ব চীনের জে চিয়াং প্রদেশের নিং বো ও চিয়া সিং শহর থেকে আবার শুরু হচ্ছে।
পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি জোর দিয়ে বলেছি, ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজের সঙ্গে অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠানকে সম্পৃক্ত করতে হবে। মশাল হস্তান্তরের সময় "মশাল হস্তান্তর, ভালোবাসা প্রকাশের"র বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করতে হবে। মশাল যাত্রা একটি ভালোবাসার যাত্রায় রূপান্তর করে সারা চীনের ভূমিকম্পকালীন উদ্ধার ও ত্রাণ কাজকে সমর্থন করতে হবে এবং ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসকে একটি বৈশিষ্ট্যসম্পন্ন, উচ্চ মানের ও মানব জাতির অলিম্পিক গেমসে রূপান্তর করতে হবে। (ওয়াং তান হোং)
|