১৭ মে জেচিয়াং প্রদেশের ওয়েনযৌ ও শাওশিন শহরে সফলতার সঙ্গে অলিম্পিক মশাল হস্তান্তহয়েছে। সকাল সাড়ে সাতটায় ওয়েনযৌ রেল স্টেশনে মশাল হস্তান্তর শুরু হয়। হস্তান্তর অনুষ্ঠান শুরুর আগে উপস্থিত সবাই এক মিনিট নরীবতা পালনের মাধ্যমে চীনের সিচুয়ান প্রদেশের ওয়েছুন জেলার ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। প্রথম মশালবাহক , অলিম্পিক গেমসের ভারোত্তোলন চ্যাম্পিয়ন জেন শিউ কাং ১০৮জন মশালবাহকের পক্ষ থেকে ভূমিকম্পে ক্ষতি গৃস্তদের ত্রাণ সাহায্যে এগিয়ে আসার আহ্বান আনানোর পর মশাল হস্তান্তর শুরু হয়।
একই দিন বিকেল ৪টার দিকে শাওশিন রেল স্টেশনে মশাল হস্তান্তর শুরু হয়। মশাল হস্তান্তর অনুষ্ঠানের ভ্যেনুতে ও হস্তান্তরেররাস্তা বরাবর চাদা সংগ্রহের বাক্স রাখা হয়। বহু নাগরিক স্বেচ্ছায় চাঁদা দিয়েছেন।
|