বন্ধুরা, সম্প্রতি সিঙ্গাপুরে চীনা দূতাবাস চার দিনের 'নতুন পেইচিং, নতুন অলিম্পিক গেমস' নামের আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছে। এবারের আলোকচিত্র প্রদর্শনীতে প্রচুর দর্শক সমাগম হয়। এখন আমি আপনাদের কাছে এ সম্পর্কে কিছু কথা জানাবো।
সিঙ্গাপুরে অবস্থানরত চীনা লোকেরা অলিম্পিক গেমস ২০০৮ পেইচিংয়ে আয়োজনের জন্য গর্ব অনুভব করেন। মিস্টার ইন আলোকচিত্র প্রদর্শনী দেয়ার পর বলেন, 'আমার জন্মস্থান চিয়াংসু প্রদেশ। আমি সিঙ্গাপুরে দু'বছর ধরে আছি। আমি বিশ্বাস করি, আসলে সিঙ্গাপুরের প্রত্যিটি চীনা মানুষ এ প্রদর্শনী দেখে আনন্দিত ও গর্ব অনুভব করবেন। আমরা পেইচিং অলিম্পিক গেমসের জন্য গর্ব অনুভব করি। আমি আর আমার সহকর্মীরা চীনে ফিরে গিয়ে নিজেদের চোখে চীনকে দেখতে চাই।'
পেইচিং অলিম্পিক গেমস সারা বিশ্বের চীনা মানুষের জন্য একটি আড়ম্বরময় অনুষ্ঠান। সিঙ্গাপুরের চীনা মানুষরা পেইচিং অলিম্পিক গেমসের ওপর সজাগ দৃষ্টি রাখছে। মিস্টার লাই বলেন,
'আমি পেইচিং অলিম্পিক গেমসের ওপর সজাগ দৃষ্টি রাখছি। কারণ এটি হল চার বছরে এক বার সারা বিশ্বের আড়ম্বরময় ক্রীড়া অনুষ্ঠান এবং এবারের অলিম্পিক গেমস পেইচিংয়ে প্রথমবারের মত আয়োজিত হবে। আমি মনে করি, সারা বিশ্বের চীনা মানুষ তার ওপর সজাগ দৃষ্টি রাখবেন। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আমি দেখবো। আমি বিশ্বাস করি পেইচিং অলিম্পিক গেমস সফলভাবে আয়োজিত হবে। আমরা টেবিল টেনিস, বাস্কেটবল ও ট্র্যাক এন্ড ফিল্ড প্রতিযোগিতা পরিদর্শনে আগ্রহী।'
যদিও অলিম্পিক গেমস বিশ্বের যুবদের অনুষ্ঠান বলে পরিচিত, তবুও সিঙ্গাপুরের রয়স্করাও অলিম্পিক গেমসের ওপর সজাগ দৃষ্টি রাখেছেন। মিস্টার ইয়াং বলেন, 'অলিম্পিক গেমস প্রথম পেইচিংয়ে আয়োজিত হতেযাচ্ছে। সেজন্য এটি আমাদের মত চীনা মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার জন্মস্থান চীনের শানথৌ শহরে। আমি আমাগী ৮ আগষ্ট অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখবো।'
মিডিয়াকর্পোরেশন নিউজ প্রাইভেট লিমিটিডের চ্যানেল হল সারা এশিয়ায় প্রচারিত সিঙ্গাপুরের একমাত্র টেলিভিশন কেন্দ্র। সিঙ্গাপুরের নাগরিকরা এ টেলিভিশন কেন্দ্রের মাধ্যমে অলিম্পিক গেমসের সকল প্রতিযোগিতা পরিদর্শন করতে পারবেন। এ টেলিভিশন কেন্দ্রের চীনা ভাষার খবর ও প্রতিবেদন বিভাগের প্রধান সম্পাদক ওং লি ফোং বলেন, 'আমাদের টেলিভিশন কেন্দ্র পেইচিং অলিম্পিক গেমসের প্রতিযোগিতা প্রচার করবে। কারণ আমরা অলিম্পিক গেমস সমর্থন করি। এশিয়ার চীনে আলিম্পিক গেমস আয়োজনের জন্য আমারা আনন্দিত। আমরা বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের আর মাত্র ঠিক ১০০ দিন বাকী এ সময় আমরা বিশেষ অনুষ্ঠান প্রচার করবো।'
সিঙ্গাপুর-চীন মৈত্রী সমিতির চেয়ারম্যান ও সিঙ্গাপুরের বিখ্যাত্ পন্ডিত ফুয়া কোক খু বরাবরই দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও যোগাযোগ জোরদারের চেষ্টা করে যাচ্ছেন। তিনি মনে করেন, অলিম্পিক গেমস চীনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অলিম্পিক গেমস বর্জন করা ব্যক্তিদের নিজেদের রাজনৈতিক লক্ষ্য রয়েছে। এ সম্পর্কে তিনি বলেন, 'এবারের অলিম্পিক গেমস প্রথমবারের মত চীনে আয়োজনের জন্য আমরা বিদেশে প্রবাসী বংশোদ্ভূত চীনা হিসেবে গর্ব অনুভব করি। আমি বিশ্বাস করি, চীনের অলিম্পিক গেমস আয়োজনের সামর্থ্য রয়েছে। এটি সকল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে উত্সাহ দেবে। বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়া ছাড়া চীনে আলিম্পক গেমস আয়োজন এশিয়ার তৃতীয় বিশ্বকে বিরাটভাবে উত্সাহিত করবে। আমার মনে হয়, পেইচিং অলিম্পিক গেমস বর্জন করা উচিত নয়। কারণ ক্রীড়া ও রাজনীতির মধ্যে কোনো সম্পর্ক নেই।'
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী কমিটির সদস্য ও পেইচিং অলিম্পিক গেমসের সমন্বয় কমিটির সদস্য এং সার মায়াং পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কে পুরোপুরি আস্থাবন ভরপুর। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, পেইচিং অলিম্পিক গেমস সফলভাবে আয়োজিত হবে। আমি সমন্বয় কমিটির একজন সদস্য হিসেবে ৬ বছরের মধ্যে পেইচিংয়ে বহু বার গিয়েছি। পেইচিং ভালভাবে প্রস্তুতিমূলক কাজ করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের দৃষ্টিতে এবারের অলিম্পিক গেমস সম্পর্কে সম্পর্ণভাবে আস্থাবান। আমি বিশ্বাস করি, ক্রীড়াবিদগণ আগামী ৮ আগষ্ট অলিম্পিক গেমস আয়োজনের প্রতীক্ষায় রয়েছে।' (ছাই ইউয়ে)
|