১৪ মে চীনের কুয়াংচৌ শহরে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক বিজ্ঞান কংগ্রেসের প্রতীক প্রকাশ করা হয়েছে।
এবারের অলিম্পিক বিজ্ঞান কংগ্রেস প্রতীক চক্রাকৃতির। এই প্রতীকে চক্রাকার পৃথীবির সঙ্গে মিলিয়ে বিশ্বের বিভিন্ন জাতি, বর্ণ, সংস্কৃতি ও ভাষাভাষী মানুষের সম্প্রীতিময়মহাবস্থানের অর্থ ফুটিয়ে কোলা হয়েছে। এ প্রতীকে অলিম্পিক বিজ্ঞান কংগ্রেসের 'একবিংশ শতাব্দীতে ক্রীড়া বিজ্ঞান ও সম্প্রীতিময় সমাজের' তুলে ধরা হয়েছে।
প্রতীকে হলুদ ও নীল রঙে ইংরেজি এস অক্ষরটি ব্যবহৃত হয়েছে। 'এস'-এর অর্থ সায়েন্স ও স্পোটর্স বাংলায় বিজ্ঞান ও ক্রীড়া।
|