১৫ মে চীনের চিয়াং সি প্রদেশের চিং কাং শানে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যায় অলিম্পিক মশাল চিং কাং শান থেকে চিয়াং সি প্রদেশের রাজধানি নান ছাং শহরে যাওয়ার কথা।
চিং কাং শানে মশাল হস্তান্তরের দৈর্ঘ ছিল ১৫ কিলোমিটার। হস্তান্তরে অংশগ্রহণকারী মশালবাহকের সংখ্যা ছিল ২০৮। মশাল হস্তান্তর শেষে ভূমিকম্প দুর্গতদের চাঁদা তোলার অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় বিভিন্ন পর্যায়ের সরকার , বিভাগ, শিল্পপ্রতিষ্ঠান এবং পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরকারী দল সি ছুয়ান দুর্গত অঞ্চলের জন্য মোট ১.৬ কোটি ইউয়ান চাঁদা দেয়।
৮০ বছর আগে, চীনের কমিউনিস্ট পার্টির সদস্যরা চিং কাং শানে প্রথম গ্রামীণ বিপ্লবী ঘাঁটি এলাকা প্রতিষ্ঠা করেছিলেন। চিং কাং শানকে চীন বিপ্লবের সূতিকাগার বলে অভিহিত করা হয়।--ওয়াং হাইমান
|