পেইচিংয়ের পানি বিষয়ক ব্যুরো সম্প্রতি জানিয়েছে, পেইচিং শহরের পানির মান নিয়ন্ত্রণের কাজ শেষ হয়েছে। পেইচিংয়ের পানির গুণগত মান ইতোমধ্যেই অলিম্পিক গেমসের মানদন্ডে পৌঁছেছে।
বর্তমান পেইচিং শহরে দূষিত পানি বিশুদ্ধকরণের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শহরে দূষিত পানি পরিশোধনে মোট ৯টি বিশুদ্ধকরণ কারখানা এবং উপজেলায় মোট ৩১টি বিশুদ্ধকরণ কারখানা স্থাপন করা হয়েছে । গত বছর শহরের দূষিত পানি শোধনের মোট পরিমাণ ছিল ১ বিলিয়ন কিউবিকমিটার। পেইচিং শহরের দূষিত পানি পরিশোধনের হার ৯২ শতাংশে উঠেছে।
বর্জ্য পদার্থের নিঃসরণ কমানো ছাড়াও, পেইচিং শহরে শিল্প কাঠামো সমন্বয় ও তত্বাবধানের ক্ষেত্র সম্প্রসারিত করা হয়েছে। এতে দূষিত পানির উত্স বেশ কিছু গুরুতর শিল্পপ্রতিষ্ঠান ও স্থাপনা বন্ধ কিংবা ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে দূষিত বর্জ্যের পরিমাণ কমানোর জন্য পেইচিং শহর সংশ্লিষ্ট নীতি-মালা নির্ধারণ করেছে।--ওয়াং হাইমান
|