১৩ মে সকাল ৮টা ১২ মিনিটে দক্ষিণ-পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের লুং ইয়ানে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর শুরু হয়েছে ।
লুং ইয়ান হচ্ছে ফুচিয়ান প্রদেশে মশাল হস্তান্তরের সর্বশেষ স্থান । মশাল যাত্রার দৈর্ঘ্য ৩০.৫ কিলোমিটার । ২০৮জন মশালবাহক এতে অংশ নিয়েছেন ।
প্রথম মশালবাহক ছিলেন লুং ইয়ানের নাগরিক , ভারোত্তোলনকারী খেলোয়াড় চাং সিয়াং সিয়াং । সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন , একজন মশালবাহক হওয়ায় তিনি গর্ববোধ করেন । সি ছুয়ান প্রদেশে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে তিনি আশা প্রকাশ করে বলেন , এ মশাল হস্তান্তর দুর্গত এলাকার জনগণের জন্যে কল্যাণ বয়ে আনবে ।
|