v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-12 20:19:21    
সিডনি অলিম্পিকে কেথরিন এবং তার পরিবারের গল্প

cri
    ২০০০ সালের সিডনি অলিম্পিক বলা যায়, ইতিহাসের সবচেয়ে সফল অলিম্পিক। তার সাফল্য সিডনি নাগরিকদের সক্রিয় ভূমিকার সঙ্গে সম্পর্কিত। সিডনি অলিম্পিক প্রস্তুত ও চলাকলে কয়েক মিলিয়ন সিডনি নাগরিক নিজের অবদান রেখেছেন। কেথরিন ওং এর মধ্যে একজন। এখন আমরা সিডনিতে সিআরআই'য়ের সংবাদদাতা ছেন ফেংয়ের একসঙ্গে কেথরিন এবং তার পরিবারের গল্প শুনবো।

    ১৯৭০ সালে কেথরিন ওং এবং তার পরিবার মালয়েসিয়া থেকে অস্ট্রিলিয়া এসেছেন। ১৯৭৫ সালে সিডনিতে বসবাস করেন। তারপর বিয়ে হয়, বাচ্চা হয়। ১৯৯৭ সালে সিডনি অলিম্পিকের প্রস্তুতি করার সময় তার তিনটি বাচ্চা মাঝালি স্কুলে পড়তো। কেথরিন স্মরণ করে বলেন, বাচ্চাদের অনুপ্রেরণায় তার অলিম্পিকের জন্য কিছু করার ভাবনা শুরু হয়।

    এক দিন তার বাচ্চা স্কুলের কিছু বিজ্ঞাপন দেখিয়েছে। তা স্মরণ করে কেথরিন বলেন:

    "সেই বিজ্ঞাপনে একটি অলিম্পিক ক্লাবের তথ্য আছে। অলিম্পিক সাংগঠনিক কমিটির অধীনে সেই ক্লাব স্থাপিত, প্রধানত অলিম্পিক স্টেডিয়াম নির্মাণের প্রদান সংগ্রহনের জন্য। বাচ্চারা আমাকে জিজ্ঞাস করেছে তারপর আমি প্রদান করেছি। বাচ্চাদের জন্য আমি এটা করেছি। তাদেরকে বোঝাতে চাই যে এটা একটি গুরুত্বপূর্ণ কাজ।"

    এই ক্লাবে যোগ দেয়ার পর কেথরিন নিয়মিতভাবে সিডনি অলিম্পিক সাংগঠনিক কমিটি'র কাছ থেকে অলিম্পিক সংক্রান্ত ভিডিও ও মেগাজিন পেতে থাকেন। এথেকে তিনি অলিম্পিক গ্রামসহ বিভিন্ন স্টেডিয়াম নির্মাণের সর্বশেষ তথ্য এবং সাংগঠনিক কমিটি'র বিভিন্ন তত্পরতার তথ্য পেতে পারেন। এসব তথ্যের মাধ্যমে তিনি বোধ করেন অলিম্পিক যেন তার নিজের কাজ। সিডেনি'র একজন নাগরিক হিসেবে তিনি এমন একটি ঐতিহাসিক ঘটনায় অংশ নেয়ার জন্য খুব গৌরব বোধ করেন। তখন থেকে প্রতিদিন কেথরিন মনে মনে প্রার্থনা করেন যে সিডেনি অলিম্পিক সফল হবে। এর সঙ্গে সঙ্গে তিনি সক্রিয়ভাবে প্রদান সংগ্রহের কাজে নিযুক্ত হন এবং অলিম্পিকের জন্য নিজের অবদান রাখছেন।

    দান দেয়ার জন্য কেথরিন এবং তার পরিবার অলিম্পিক শুরু হওয়ার আগের দিন উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া দেখার সুযোগ পেয়েছে। কেথরিন বলেন, সেই অভিজ্ঞা তার সারা জীবনে থাকবে।

    "খুব চমত্কার এবং খুব মুগ্ধকর। বিভিন্ন অস্ট্রিলিয়ার বিশিষ্ট এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান রয়েছে। বিশেষ করে এক যুবক দল ঘোড়ার ওপরে বসে অস্ট্রিলিয়ার জাতীয় পদাকা হাতে ধরে স্টেডিয়ামে প্রবেশ হওয়ার সময়, সবাই উত্তেজিত হয়ে উঠেছে, চিত্কাল করে। আমি খুব মুগ্ধকর হয়েছি এবং খুব গৌরব বোধ করি।"

    সেই দিন কেথরিনের মেয়ে অলিম্পিকের জন্য স্বেচ্ছাসেবা করার জন্য মহড়া দেখতে পায়নি। দুজন ছেলেও শাংগ্রিলা হটেলে অভ্যর্থনার কাজে ব্যস্ত ছিল। কেথরিন বলেন যদিও বাচ্চারা মহড়া দেখতে পারেনি। কিন্তু তারা সবাই অলিম্পিকের জন্য নিজের অবদান রেখেছে, এই দেখে তিনি খুব খুশি।

    "আমার বাচ্চা সবই সিডনিতে জন্মগ্রহণ করে এবং স্কুলে পড়াশোনা করে। যদিও আমি মালয়েসিয়া থেকে অস্ট্রিলিয়ায় এসেছি। তারা এখন অস্ট্রিলিয়র প্রধান সংস্কৃতি গ্রহণ করেছে। নিজের বসবাস শহরে অলিম্পিক আয়োজন করে তারা খুব গৌরব। তারা চানতে চায় কি ঘটছে এবং তারা কি করতে পারে।

    উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া ছাড়া কেথরিন এবং তার পরিবার সবাই অলিম্পিক পার্কে গিয়ে কয়েক খেলা দেখেছে, যেমন সিনক্রোনাইজড সউইমিং। চলতি বছরের আগস্ট মাসে তার ছেলে মেয়ে পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাবে। কেথরিন বলেন, সিডনি অলিম্পিকের পর তার বাচ্চা পেইচিং অলিম্পিক গেমসের ওপরে খুব প্রত্যাশায় আছে।

    "তারা আগে চীনে পেইচিংয়ে গিয়েছিল। কিন্তু আবার যেতে চায়। তারা সিডনি অলিম্পিকের মতো পেইচিং অলিম্পিক গেমসেও অংশ নিতে চায়।"(ইয়াং ওয়েই মিং)