প্রিয় শ্রোতা বন্ধুরা, ২০০০ সালে সিডনি প্রতিবন্ধি অলিম্পিক গেমসে একজন অষ্ট্রেলিয়ান ক্রীড়াবিদ বিশেষভাবে মানুষের চোখে পড়ে যায়। প্রতিযোগিতায় তাঁর কৃতিত্ব বিশেষভাবে খুব যে উল্লেখযোগ্য তাই নয় বরং তাঁর দুই চোখ অন্ধ হওয়ার পরও চেষ্টার কোন কমতি না থাকা এবং প্রতিটা ক্ষেত্রেই তার সচেতনতা ছিল তাঁর জনপ্রিয়তার প্রধান কারণ। তিনি এমন একজন লোক যিনি সব সময় নতুন কোন ঝুঁকি ও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। তিনি হলেন " অষ্ট্রেলিয়ার শ্রেষ্ঠ যুবক"----গেরার্ড গোসেন্স। তিনি নিজের আচরণের মধ্য দিয়ে আশেপাশের সব মানুষকে উত্সাহিত করেন। যদি তাকে অষ্ট্রেলিয়ার জনগণের হৃদয়ের আদর্শ হিসেবে গণ্য করা হয় তাহলে তা কোন আশ্চর্যের ব্যাপার নয়। এখন গেরার্ড গোসেন্স প্রসঙ্গে চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতা জেন ফেনের পাঠানো একটি রেকডিংভিত্তিক রিপোট শুনবেন ।
গেরার্ড গোসেন্সের নীতিকথা হল: " সাফল্য কেবলমাত্র একটি প্রক্রিয়া , গন্তব্য নয়"। তিনি বলেন, এটা ঠিক অলিম্পিক ক্রীড়ার প্রকৃতি অন্তস্থালে প্রহিত । তিনি বলেন,
মানুষের জীবনে যেমন মশালধারী ক্রীড়াবিদদের জীবনের অভিজ্ঞতায় রয়েছে অনেক সময়ের অনেক সফলতা । কিন্তু সফলতা আপনাআপনি আসেনি আর আপনাআপনি থামেও যাবে না । মানুষের জীবনের বৈচিত্রময়তা অব্যাহত থাকবে । আমাদের সকলের যোগ্যতা যতই বেশী বা কম হোক না কেন, মানুষের ব্যক্তিত্ব যতই অভিন্ন হোক না কেন সবাইকে উপযোগী ভূমিকা পালন করতে হয়। ঠিক তেমনি করে আমরা সকলেই অলিম্পিক ক্রীড়ায় নিজ নিজ ভূমিকা সঠিকভাবে পালন করতে পারি।
১৯৭০ সালে গেরার্ড গোসেন্সের জন্ম । তিনি পড়াশুনা, ঝুঁকি অনুসন্ধান এবং ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অজর্ন করেছেন। কম্পিউটারের অটিওয়ের সাহায্যে তিনি উচ্চ মাধ্যমিক স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করে কুইনসল্যান্ড বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিল্প ও বাণিজ্য ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। তিনি এখন অন্ধদের বিশেষ সহায়তা প্রদানকারী একটি দাতব্য প্রতিষ্ঠানে চাকরি করছেন ।
দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করান লক্ষ্যে তিনি অষ্ট্রেলিয়ার বেশীর ভাগ জায়গায় গিয়েছেন । তিনি ১৯৯৬ সালের আটলান্টা ও ২০০০ সালের সিডনি প্রতিবন্ধি অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন । সিডনি প্রতিবন্ধি অলিম্পিক গেমসে তিনি ৫০০০ ও ১০০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ষষ্ঠ হন এবং মারাথন দৌড় প্রতিযোগিতায় তিনি সপ্তম হান ।তিনি বলেন,
যে কোন একজন ক্রীড়াবিদের পক্ষে নিজের মাতৃভূমির পক্ষ থেকে অলিম্পিক বা প্রতিবন্ধি অলিম্পিক গেমসে অংশ গ্রহণ করা খুব গর্বের ব্যাপার । যখন আপনি অলিম্পিক বা প্রতিবন্ধি অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের ভ্যেনুতে প্রবেশ করেন তখন ৮০ হাজার থেকে এক লাখ পযর্ন্ত দশর্ক আপনার মাতৃভূমির জন্য উল্লাস করে থাকে । সকল অষ্ট্রেলিয়ানের পক্ষে ২০০০ সিডনি অলিম্পিক গেমসের কথা জীবনে কোন দিন ভুলে যাবে না । তখন স্টেডিয়ামে উপস্থিত সকল দশর্ক " অষ্ট্রেলিয়া , অষ্ট্রেলিয়া" উল্লাস করছিলেন।
যখন পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এর মশাল অষ্ট্রেলিয়ায় পৌঁছে তখন তিনি মাশালধারী হিসেবে ক্যাপেলায় অলিম্পিক পবিত্র মশাল হস্তান্তরে যোগ দেন। তিনি অষ্ট্রেলিয়ার পক্ষ থেকে পেইচিং প্রতিবন্ধি অলিম্পিক গেমসের ৮০০ ও ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন । পেইচিং অলিম্পিক গেমস নিয়ে এটা হবে তাঁর তৃতীয় বারের মত প্রতিবন্ধি অলিম্পিক গেমসের অংশ গ্রহণ।
আমি পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তরের সুযোগ পেয়েছি। পাশাপাশি আমি পেইচিং প্রতিবন্ধি অলিম্পিক গেমসে অংশ নেওয়ার সুযোগও পেয়েছি । আমি খুব ।আনন্দিত । আমি অলিম্পিক সচেতনতা পুরোপুরি উপভোগ করতে পারবো ।
পেইচিং প্রতিবন্ধি অলিম্পিক গেমসে অংশ নেওয়ার পর গেরার্ড গোসেন্স ২০০৯ সালে চুমোলাংমা শৃঙ্গে আরোহন করবেন । তিনি চুমোলাংমা শৃঙ্গের উপর আরোহন করতে খুব আগ্রহী। তিনি বলেন, চুমোলাংমা শৃঙ্গে আরোহনের মাধ্যমে তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রমাণ করতে চান যে, মানুষকে নিজের স্বপ্নের শক্তির ওপর বিশ্বাস রাখতে হয়।
এতক্ষণ অষ্ট্রেলিয়ার প্রতিবন্ধি ক্রীড়াবিদ গেরার্ড গোসেন্স সম্পর্কে একটি প্রতিবেদন শুনলেন। শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।
|