অস্ট্রিলিয়ার খেলা ধারাভাষ্যকারের মধ্যে রেই হাডলি খুব অসাধারণ । তিনি একের পর এক যাদু সৃষ্টি করেছেন। তার উপস্থাপিত একটি ওয়েকেন্ডের রাগবি লীগ অনুষ্ঠান শোনার হারের দিক থেকে ২০ বছর ধরে এ ধরনের অনুষ্ঠানের প্রথম স্থানে রয়েছে। প্রতি পনেরো মিনিটে ২ লাখ মানুষ তার অনুষ্ঠান শুনতে থাকে। তিনি ছয় বার "অস্ট্রিলিয়ার বার্ষিক শ্রেষ্ঠ খেলা ধারাভাষ্যকারের" সুনাম পেয়েছেন। রেই চার বার অলিম্পিকে ধারাভাষ্য করেন এবং সিডনি অলিম্পিকের অভিজ্ঞতা হল ২৬ বছর ধারাভাষ্যকার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। এখন আমরা অস্ট্রিলিয়ার সিআরআইয়ের বিশেষ সংবাদদাতা ছেন ফেংয়ের সঙ্গে রেই হাডলি'র গল্প শুনবো।
যে রেকর্ডিং আপনারা শুনছেন তা হলো সিডনি অলিম্পিক গেমসের নারীদের ৪০০ মিটার প্রতিযোগিতায় ৪৯.১৩ সেকেন্ডের মাধ্যমে অস্ট্রিলিয়ার আদিবাসী ক্রীড়াবিদ কেসি ফ্রীমেন এই খেলার স্বর্ণপদক পাওয়ার সময় রেই হাডলি'র উত্তেজনক স্বরে ধারাভাষ্য দেয়ার রেকর্ডিং। রেই'র চমত্কার ধারাভাষ্যের কারণে এই রেকর্ডিং ইতিহাসের একটি ক্লাসিক মোমেন্ট হয়ে দাঁড়িয়েছে। কেসি ফ্রীমেন নিজেই এই রেকর্ডিং শোনার পর বলেন, রেই'র ধারাভাষ্য আসল প্রতিযোগিতার চেয়েও আরো চমত্কার।
৫০ বছরেরও বেশি বয়স্ক রেই সেই ২০০০ সালের ২৫ সেপ্টেম্বরের রাতের কথা স্মরণ করে এখনো উত্তেজনায় ভোগেন। তিনি বলেন:
"একই রাতে, প্রথমে আমি সাঁতার স্টেডিয়ামে পুরুষের চার জনের ১০০ মিটার রীলের ধারাভাষ্য করেছি। আয়ান থর্প সর্বশেষ ১০০ মিটার পেছন থেকে এগিয়ে গিয়ে অস্ট্রিলিয়ার জন্য একটি মূল্যবান স্বর্ণপদক লাভ করেছেন। তারপর আমি ট্রেক ও ফিল্ডের নারীদের ৪০০ মিটার দৌড়ে কেসি ফ্রীমেনের জিতে যাওয়ার মুহূর্ত দেখেছি। তা শুধু অলিম্পিকের জন্য নয়, আমার ধারাভাষ্য দেয়ার জীবনে সবচেয়ে সুন্দর রাত।"
১৯৯২ সাল থেকে রেই অলিম্পিক গেমসে ধারাভাষ্য দিতে শুরু করেন। তিনি বার্সিলোনা, আটলান্টা ও এথেন্সে গিয়েছেন, অবশ্যই নিজের দেশেও অলিম্পিক গেমস কাভার করেছেন। তিনি বলেন, সিডনি অলিম্পিক তার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন:
"যদিও ৮ বছর আগেকার ব্যাপার, কিন্তু আমার মনে হয় যেন গতকাল মাত্র শেষ হয়েছে। যা এক ধরনের অদ্বিতীয় অভিজ্ঞতা। সিডনিতে বসবাসকারী আমি, সিডনি অলিম্পিক গেমস কাভার করেছি। এখনো আমার মনে আছে, পুরো দু'সপ্তাহের মধ্যে আমি প্রতিদিন ১৫ ও ১৬ ঘন্টা ধরে কাজ করতাম। এবং ধারাভাষ্যের সময় ছিল প্রায় ১০ ঘন্টা।"
সিডনি অলিম্পিক চলাকালে রেই প্রধানত সাঁতার এবং ট্রাক ও ফিল্ড খেলার লাইভ শো'র কাজে ব্যস্ত ছিলেন। প্রতিদিনের সময়সূচী অনুসারে তিনি এভাবে বর্ণনা করেছেন। সকাল ৬টা থেকে কাজ শুরু হয়। ৯টা সাঁতার প্রতিযোগিতা, তারপর ট্রাক ও ফিল্ডের প্রতিযোগিতা। রাতে আবার সাঁদার এবং ট্রাক ও ফিল্ডের চূড়ান্ত প্রতিযোগিতা। সাধারণত কাজে ব্যস্ত হয়ে মধ্যরাত পর্যন্ত থাকবেন। যদিও এমনভাবে পরিশ্রমের কাজ কতর এহয়, কিন্তু তিনি সব সময় পুরো আবেগ দিয়ে কাজ করতে থাকেন। কারণ কাজের পেছনে গৌরব বোধ তাকে সহায়তা করে। রেই বলেন সেই সময়ে যে কোনো একজন নিজের সম্ভাব্য সামর্থ্য প্রকাশ করবে।
রেই চলতি বছরের আগস্ট মাসে তার সহকর্মীর সঙ্গে পেইচিংয়ে এসে সাঁতার এবং ট্রাক ও ফিল্ড প্রতিযোগিতায় ধারাভাষ্য দেবেন। তিনি অনুমাণ করে বলেন পেইচিং অলিম্পিক গেমসে অস্ট্রিলিয়া দলের সাঁতার প্রতিযোগিতায় ৫ থেকে ৮টি স্বর্ণপদক পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ট্রাক ও ফিল্ডে স্বর্ণপদক পাওয়া খুব কঠিন। যাই হোক না কেন রেই আশা করেন বিভিন্ন দেশের ক্রীড়াবিদ সবাই নিজ নিজ দেশের পক্ষে সবচেয়ে ভাল রেকর্ড সৃষ্টি করতে পারবেন।
"অলিম্পিক একটি ক্রীড়া ক্ষেত্রের গুরুত্বপূর্ণঘটনা, কোনো রাজনৈতিক তত্পরতার মঞ্চ নয়। ক্রীড়ার জন্য সবাই এখানে আসবে। অলিম্পিক চলার দু'সপ্তাহের মধ্যে ক্রীড়ার সঙ্গে সম্পর্কিত নয় এমন সব কাজ স্থগিত রাখা উচিত। যাতে বিশ্বের সকল ক্রীড়াবিদরা একসাথে শান্তি ও মৈত্রীর জন্য প্রতিযোগিতায় অংশ নিতে পারে।"(ইয়াং ওয়েই মিং)
|