৯ মে পেইচিং অলিম্পিক গেমসের মশাল চীনের কুয়াং তোং প্রদেশের হুই চৌ শহরে সাফল্যের সঙ্গে হস্তান্তর করা হয়েছে।
কুয়াং তোং প্রদেশের হুই চৌ হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের তৃতীয় শহর। সকাল ৮টায় মশাল হস্তান্তর অনুষ্ঠান হুইচৌ শহরের ক্রীড়া মহাচত্বরে অনুষ্ঠিত হয়। এ সময় ৩ হাজারেরও বেশি মানুষের করতালি ও হর্ষধ্বনির মধ্য দিয়ে প্রথম মশালবাহক সাঁতারু ছেন সিউ চুন মহাচত্বর থেকে যাত্রা করে মশাল হস্তান্তর অনুষ্ঠান শুরু করেন।
২০৮জন মশালবাহক হো চিয়াং লৌ, ছাও চিং মেন ও শি চি হুয়া লিয়ানসহ বিভিন্ন এলাকার সড়ক ঘুরে চুড়ান্ত গন্তব্যস্থান হুই চৌ স্টেডিয়ামে পৌঁছান।
এ দিন বিকালে হুই চৌ শহরের হস্তান্তর অনুষ্ঠানের পর, পেইচিং অলিম্পিক মশাল কুয়াং তোং প্রদেশের সর্বশেষ স্থান—শান থৌ-এ যাবে।
(খোং)
|