৮ মে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর অনুষ্ঠান ছুমোলাংমা পবর্তে সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। তা হলো সমুদ্রসমতল থেকে ৮৮৪৪.৪৩ মিটার উঁচু ছুমোলাংমা পর্বতে অলিম্পিক গেমসের মশালের এবারই প্রথম পৌঁছানো। ইটার-তাস ও ভারতের এশীয় নিউজ এজেন্সীসহ বিভিন্ন গণমাধ্যম ৮ মে এঅনুষ্ঠানের খবর সম্প্রচার করেছে।
ভারতের এশীয় নিউজ এজেন্সীর খবরে বলা হয়েছে, ৮জন তিব্বতী সহ মোট ১০জন মশাল বাহক ৮মে ছুমোলাংমা পর্বতে পৌঁছেছেন। তাঁরা চীনা জাতীয় পতাকা, আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিটির পতাকা, পেইচিং অলিম্পিক গেমস কমিটির প্রতীকি পতাকা হাতে সারা বিশ্বের দর্শকদের উদ্দেশ্যে পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেছেন। "টাইমস অব ইন্ডিয়ার" ওয়েইবসাইটে একটি প্রবন্ধে বলা হয়, অলিম্পিক মশাল ছুমোলাংমা পর্বতে পৌঁছেছে। আর তা পেইচিং অলিম্পিক গেমসের মশাল যাত্রার একটি উত্সাহিত ধাপ। তাতে পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে আয়োজনে চীনের যথেষ্ট আস্থা ফুটে উঠেছে।
ইটার-তাসসহ রাশিয়ার প্রধান গণমাধ্যমও এ খবর সম্প্রচার করেছে। তাদের খবরে জানা গেছে, অলিম্পিক মশাল ছুমোলাংমা পর্বতে পৌঁছেছে। আর তা হলো পেইচিং অলিম্পিক গেমসের মশাল যাত্রার একটি গর্বিত ধাপ।
(ওয়াং তান হোং)
|