চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়ান কাং ৮ মে পেইচিংয়ে বলেন, পেইচিং অলিম্পিক গেমস ইতিহাসের সবচেয়ে হাই-টেক গেমস হবে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে ওয়ান কাং বলেন, অলিম্পিক আয়োজন করার অধিকার পাওয়ার পর ৭ বছরে চীনে ক্রীড়া সংক্রান্ত ধারাবাহিক বৈজ্ঞানিক অগ্রগতি অর্জিত হয়েছে। এখন এসব প্রযুক্তি পেইচিং অলিম্পিকের প্রস্তুতিমূলক কাজে লাগানো হয়েছে। তাছাড়া নির্গমন কমানোর লক্ষ্যে পেইচিংয়ে পরিবেশ-সহায়ক ভবন ও দূষণমুক্ত জ্বালানি ক্ষেত্রে অনেক নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
ওয়ান কাং বলেন, তিনি আশা করেন অলিম্পিক আয়োজনের মাধ্যমে উদ্ভাবিত নতুন প্রযুক্তিগুলো বিশ্বের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন আরো বেশি অবদান রাখতে পারবে। (ইয়াং ওয়েই মিং)
|