৮ মে সকালে বিশ্বের সবচেয়ে উচুঁ পর্বতশৃঙ্গ ---চুমোলাংমায় সাফল্যের সঙ্গে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর সম্পন্ন হয়েছে। এবারই প্রথম অলিম্পিক গেমসের ইতিহাসে অলিম্পিক মশাল সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৪৪.৪৩ মিটার উঁচু চুমোলাংমা পর্বত শৃঙ্গে পৌঁছলো।
এদিন অনুষ্ঠিত পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর তত্পরতায় চীনের পর্বতারোহী দলের ১২জন সদস্য ভোর রাত তিনটায় সমুদ্রপৃষ্ঠ ৮৩০০ মিটার থেকে যাত্রা শুরু করেন। পেইচিং সময় সকাল নয়টা ১০ মিনিটে মশাল হস্তান্তর শুরু হয়। সকাল নয়টা ১৮ মিনিটে মশাল শ্রীণওয়াংমোর হাতে হস্তান্তরের মধ্য দিয়ে চুমোলাংমা পর্বত শৃঙ্গে অলিম্পিক মশাল হস্তান্তর সম্পন্ন হয়।
চুমোলাংমায় সাফল্যের সঙ্গে মশাল হস্তান্তরের পর পরই চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং ৮ মে চুমোলাংমা শৃঙ্গে আরোহী দলকে বাণী পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন।
চুমোলাংমা পর্বতে সাফল্যের সঙ্গে মশাল হস্তান্তর হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের একটি প্রতিরূপ এবং চীন অলিম্পিক গেমস আবেদনের সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন।(লিলু)
|