পিপলস ডেইলি পত্রিকার ৭ মে'র এক নিবন্ধে বলা হয়েছে, দালাই চক্র বিচ্ছিন্নতা তত্পরতা বন্ধ করলেই কেবল তাদের সামনে পথ উন্মুক্ত হতে পারে।
এ নিবন্ধে বলা হয়েছে, বৌদ্ধভিক্ষুসহ প্রত্যেকেরই নিজ নিজ মাতৃভূমি আছে। মাতৃভূমি মানে নিজের বাড়ি। ছিংহাই তিব্বত পার্বত্যদেশ হচ্ছে চীনা জাতি ও তিব্বতী জাতির যৌথ বাড়ি। ইতিহাসে লগ্ন থেকেই তিব্বত চীনের একটি অংশ। তিব্বত যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীনে ছিল, তা কোনোভাবই অস্বীকার করা যায় না। তা তিব্বতীসহ সকল চীনাদের একটি পারস্পরিক অনুভূতি।
নিবন্ধে আরো বলা হয়েছে, দেশের সর্বভৌমত্ব ও ভূমির অখন্ডতা চীনা জাতির মৌলিক স্বার্থ। মাতৃভূমিকে বিচ্ছিন্ন করার যে কোনো কর্মকান্ড চীনারা প্রতিরোধ করবেই। ইতিহাস বলে দেয়, বিচ্ছিন্নতার ষড়যন্ত্র কখনই সফল হয় নি এবং তাদের হেরে যেতেই হয়।
নিবন্ধে আরও বলা হয়েছে যে, মাতৃভূমি বিচ্ছিন্নতার যাবতীয় তত্পরতা ছেড়ে দেবে কি না, তা চীনের অখন্ডতা রক্ষা করা এবং তিব্বতী জনগণের স্বার্থকে কাজে লাগানোর ক্ষেত্রে দালাই চক্রের আন্তরিকতার পরিক্ষা-নিরিক্ষা থেকেই প্রমাণিত হবে।। দালাই গ্রুপ মাতৃভূমির অখন্ডতা রক্ষা করার বাস্তব তত্পরতা চালাবে কীনা, তিব্বতী জনগণের ভবিষত্যের কথা ভাবে কীনা, তার জন্য অপেক্ষা করছে স্থানীয় ও প্রবাসী চীনারা।
(ওয়াং তান হোং)
|