৪ থেকে ৬ মে পর্যন্ত পেইচিং অলিম্পিক গেমসের মশাল চীনের হাইনান প্রদেশের কয়েকটি শহরে হস্তান্তর শেষ হয়েছে।
৪ মে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সান ইয়া শহরে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তরের এর মধ্য দিয়ে চীনের মূল ভূভাগে অলিম্পিক মশালযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চীনের বিখ্যাত স্কেটিং ক্রীড়াবিদ ইয়াং ইয়াং ছিলেন চীনের মূল ভূভাগে পেইচিং অলিম্পিক মশালযাত্রার প্রথম মশালবাহক। সান ইয়া শহরে অলিম্পিক মশাল ১১ ঘন্টায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।
৫ মে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হাইনান প্রদেশের উ চিশান, ওয়াংনিং ও ছিয়ংহাই'র তিনটি স্থানে হস্তান্তর হয়েছে। ২০৮জন মশাল বাহক এ দিনের মশাল হস্তান্তরে অংশ নেন।
৬মে সকাল ৮টা ১০ মিনিটে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হাইনান প্রদেশের রাজধানী হাইখৌ শহরের সমুদ্র প্রদর্শনী প্ল্যাটফর্ম থেকে হস্তান্তর শুরু হয়। হাইখৌ হল হাইনান প্রদেশে অলিম্পিক মশাল হস্তান্তরের সর্বশেষ স্থান।
ছাই ইউয়ে
|