৪ মে পিপলস ডেইলি প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর চীনা ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আরও জানা উচিত। " তিব্বত সমস্যায় " তাদেরকে এই সত্য জানতে হবে যে চীন একটি জতিবহুল দেশ ।তিব্বত অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতির সবাই "চীনা "। "চীনা মানুষের" কাঠামো না জানলে তিব্বত সমস্যা উপলব্ধি করা অসম্ভব । অজ্ঞতার কারণে সহজেই তারা তিব্বতী জাতির সঙ্গে হান জাতিকে বিছিন্ন করে দেখার ধারণা পোষণ করতে পারে এবং দালেই চক্র ও অন্যান্য ব্যক্তির প্রতারণায় বিভ্রান্ত হতে পারে ।
অন্য দিকে তাদেরকে চীনাদের দেশপ্রেমের উষ্ণতা সম্পর্কেজানতে হবে। চীনের আধুনিক ইতিহাস সম্পর্কে জানা শোনা থাকলে বেকল বোঝা সম্ভব যে, প্রবাসী চীনারা কীভাবে পেইচিং অলিম্পিক গেমসের জন্য প্রত্যাশায় রয়েছে এবং চীনা মানুষের দেশপ্রেমের বোধের সঙ্গে মুষ্টিমেয় কিছু পশ্চিমা দেশের অলিম্পিক গেমসকে রাজনীতিকীকরণ করার মধ্যে কী কী মৌলিক পার্থক্য আছে ।
নিবন্ধে আরোবলা হয়, ইতিহাস উপলব্ধি করা পক্ষপাত নিরসনের ভাল উপায় । যদি পশ্চিমা দেশগুলো চীনের ইতিহাস ও সংস্কৃতিসম্পর্কে জানার চেষ্টা না করে তাহলে চীন সম্পর্কে তাদের বোধ এবং মন্তব্য পুরোপরি ভ্রান্ত হতে পারে ।
|