চীনের প্রেসিডেণ্ট হু চিন থাও ৪ মে পেইচিংয়ে জাপানের ১৬টি গণ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, পেইচিং অলিম্পিক গমসের প্রস্তুতি কাজ সুষ্ঠুভাবে চলছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশের এ্যাথলেটদেরকে পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের বন্ধুদেরকে অলিম্পিক গেমস দেখার জন্য স্বাগত জানিয়েছেন।
হু চি থাও বলেন, পেইচিং অলিম্পিক গেমস সারা বিশ্বের একটা মহা সম্মিলেন। এটি কেবল চীনা জনগণের নয়, এশিয়া এবং সারা বিশ্বের জনগণের ক্রীড়া সম্মেলন।
হু চি থাও আরও বলেন, জাপানী জনগণসহ বিশ্ব জনগণের ব্যাপক অংশগ্রহণ ও আন্তর্জাতিক অলিম্পিক গেমস সমিটির পূর্ণ সমর্থনে পেইচিং অলিম্পিক গেমস একটি বৈশিষ্ট্যসম্পন্ন ও উচ্চ মানের মহা সম্মেলন পরিণত হবে বলে তিনি বিশ্বাস করেন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের এ্যাথলেটরা পেইচিং অলিম্পিক গেমসে ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(ওয়াং তান হোং)
|