বতর্মানে তিব্বতীরা অধিক হারে ব্যবসা শুরু করছেন। তিব্বতী শিল্পপতির সংখ্যা ক্রমেই বাড়ছে ।
বর্হিবিশ্বের জন্য উন্মুক্তকরণ ও দ্রুত আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি তিব্বতীদেরকে ব্যবসা করতে ও নতুন জ্ঞান ও প্রযুক্তি শিখতে সরকার উত্সাহিত করে আসছে। বতর্মানে অনেক তিব্বতী ব্যবসা ও ব্যবস্থাপনা রপ্ত করে ফেলেছেন। ওষুধ , গালিচা তৈরী, খাবার , হস্তশিল্প ও পযর্টন সহ অনেক ক্ষেত্রে তারা চমত্কার কৃতিত্ব অর্জন করেছেন ।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শিল্প ও বাণিজ্য ব্যুরোর হিসাব অনুষায়ী, ২০০৭ সাল নাগাদ , তিব্বতে ৪২০০টিরও বেশী ব্যক্তিগত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে । এসব প্রতিষ্ঠানে ৮১ হাজার মানুষের কমসংস্থান হয়েছে। ব্যক্তিগত মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর ৯০ শতাংশের মালিক তিব্বতী।
|