v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-03 19:25:54    
"তিব্বত যুব কংগ্রেস" তিব্বতী বিচ্ছিন্নতাবাদীদের পথিকৃত্

cri
    তিব্বতী বিশেষজ্ঞরা সম্প্রতি সংবাদদাতাদেরকে দেওয়া একটি সাক্ষাত্কারে বলেন, কিছু পশ্চিমা সংগঠন ও নির্বাসিত তিব্বত সরকারের আর্থিক সমর্থনে গড়ে ওঠার প্রথম দিন থেকেই "তিব্বত যুব কংগ্রেস" "তিব্বতের বিচ্ছিন্নতাবাদী দালাই চক্রের পথিকৃত্ হয়ে উঠেছে।

    বিশেষজ্ঞরা বলেন, "তিব্বত যুব কংগ্রেস" গঠনের লক্ষ্য হচ্ছে তিব্বতের বিচ্ছিন্নতার জন্য বিকল্প শক্তি গড়ে তোলা। "তিব্বত যুব কংগ্রেস" গঠনের পর থেকে দক্ষিণ এশিয়া ও নির্বাসিত তিব্বতী এলাকায় বেশী কয়েকটি শাখা গড়ে তোলা হয়েছে। নির্বাসিত তিব্বতী সরকারের ৮০ শতাংশেরও বেশী নেতাকর্মী এ কংগ্রেসের সদস্য। তিব্বতের বিচ্ছিন্নতাই এ কংগ্রেসের প্রধান লক্ষ্য।

    বিশেষজ্ঞরা আরও বলেন, "তিব্বত যুব কংগ্রস" অব্যাহতভাবে সহিংস ও সন্ত্রাসী তত্পরতা চালিয়ে আসছে। এর সহিংস ঘোষণায় প্রায়ই তিব্বতের বিচ্ছিন্নতার জন্য যে কোনো ধরনের ব্যবস্থা বা পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। এই লক্ষ্য বাস্তবায়নে "তিব্বত যুব কংগ্রেস" অজ্ঞ জনগণকে সহিংস তত্পরতায় অংশ নেওয়ার জন্য প্ররোচিত করে এবং তারা বিকল্প শক্তিকে সশস্ত্র প্রশিক্ষণ দেয়। তারা লাসা শহরে সশস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে। "তিব্বত যুব কংগ্রেস" দীর্ঘকাল ধরে সহিংস তত্পরতা চালিয়ে এখন সন্ত্রাসের পথে এগিয়ে যাচ্ছে।

    (ওয়াং তান হোং)