পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর ২ মে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
হংকং হচ্ছে পেইচিং অলিম্পিক মশাল পাঁচটি মহাদেশের ১৯টি শহরে ৩৭ দিন ধরে হস্তান্তরের পর চীনের অভ্যন্তরে প্রবেশের প্রথম ধাপ। ১৯৬৪ সালে টোকিও অলিম্পিক গেমসের পর হংকং এই দ্বিতীয় বার অলিম্পিক মশাল অভ্যর্থনা করেছে।
হংকংয়ে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তরের সময় লেগেছে সাত ঘন্টা। হস্তান্তরের দৈর্ঘ্য প্রায় ২৬ কিলোমিটার। মোট ১২০ জন মশাল বাহক মশাল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাঁরা দৌড়ানো, ড্র্যাগন বৌট চালানো ও ঘোড়ায় চড়াসহ নানা পদ্ধতিতে হস্তান্তর করেছেন। হংকংয়ের প্রথম মশাল বাহক ছিলেন হংকংয়ের প্রথম অলিম্পিক স্বর্ণ পদক অর্জনকারী লি লি শান।
হংকংয়ে মশাল হস্তান্তর শেষে পেইচিং অলিম্পিক মশাল ম্যাকাওয়ে যাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|