চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নয়ন ও সংস্কার কমিটি সূত্রে জানা গেছে, এ বছরের প্রথম কোয়ার্টারে তিব্বতের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর নির্মাণকাজ সুষ্ঠুভাবে চলছে। সরকার ৩৬০ কোটি ইউয়ানেরও বেশি বিনিয়োগ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় তা আট গুণ বেড়েছে। এ পরিমাণ ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
জানা গেছে, এখন ছিংহাই-তিব্বত সড়কপথের পুনর্নিমাণ ও মেরামত এবং লিন চি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাসহ নানা গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণের গতি দ্রুত হয়েছে। এ বছরের প্রথম কোয়ার্টারে তিব্বতের স্থাবর সম্পত্তি ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ৭৭ কোটি ১০ লাখ ইউয়ানে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় তা ১০ শতাংশ বেড়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|