v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-05-01 18:55:13    
ধূমপান মুক্ত অলিম্পিকের লক্ষ্য বাস্তবায়নের জন্য পেইচংয়ে ধূমপান নিষিদ্ধকরণ এলাকা সম্প্রসারিত

cri

১ মে ধূমপান নিষিদ্ধকরণ সম্পর্কিত একটি নতুন নিয়মবিধি পেইচিংয়ে চালু হয়েছে । পেইচিং অলিম্পিক গেমস প্রতিযোগিতার স্টেডিয়ামসহ সব ক্রীড়াকক্ষ , শরীরচর্চার জায়গা এবং গণ মানুষের জন্যউন্মুক্ত পুরাকীর্তি সংরক্ষণ ইউনিটসহ বিভিন্ন স্থান ধূমপান নিষিদ্ধকরণ এলাকায় পরিণত হয়েছে । পেইচিংয়ের এক হাজারেরও বেশি তদারকী কর্মকর্তাআইন অনুযায়ী এসব এলাকা ঘুরেঘুরে তত্ত্বাবধান করে থাকেন । তাছাড়া তত্ত্বাবধান কাজের জন্য পেইচিং সরকার এক লাখ স্বেচ্ছাসেবক নিয়োগ করবে । যাতে " ধূমপান মুক্ত অলিম্পিক"-এর লক্ষ্য বাস্তবায়িত হতে পারে ।

১৯৯২ সালে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী পেইচিংয়ের কিছু কিছু জায়গায় ধূমপান নিষিদ্ধকরণ করা হয় । " ধূমপান মুক্ত অলিম্পিক"-এর লক্ষ্য বাস্তবায়নের জন্য নতুন নিয়মে ধূমপান নিষিদ্ধকরণ এলাকার সম্প্রসারণ করা ছাড়া আগে যে জায়গাগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয় তা আরও স্পষ্ট ও পুংখানুপুংখভাবে নির্ধারণ করা হয় । তাছাড়া নতুন নিয়ম অনুযায়ী রেস্তরাঁ, নেট ক্যাফে ও পার্কগুলোতে ধূমপানকারীদের জন্য বিশেষ জায়গা স্থাপন করতে হবে । ধূমপান এলাকার বাইরের যে কোনো স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয় । এছাড়া হোটেলের উচিত ধূমপান মুক্ত ফ্ল্যাট-এর ব্যবস্থা করা ।

ধূমপান নিষিদ্ধকরণের এই নতুন নিয়মকে পেইচিং শহরের নাগরিকরা সমর্থন ও স্বাগত জানিয়েছেন । আমি মনে করি , জনগণের জায়গায় ধূমপান নিষিদ্ধ করা দরকার । এটা যারা ধূমপান করেন বা না করেন তাদের সবার পক্ষে কল্যাণকর । আমি এই নতুন নিয়মকে সমর্থন করি । যদি জনগণের জায়গায় ধূমপান নিষিদ্ধ করা না হয় তাহলে নারী , বয়স্ক এবং শিশুরা পরোক্ষভাবে ধূমপান করতে বাধ্য হয় । তার মানে তাদের টাটকা বায়ু আহরণের ক্ষমতা ছিনিয়ে নেয়া হয় ।

পেইচিংয়ের কিছু রেস্তরাঁ ও হোটেল সক্রিয়ভাবে নতুন নিয়ম অনুযায়ী "ধূমপানের স্থান" স্থাপন করেছে এবং ধূমপান মুক্ত এলাকায় ধূমপান নিষিদ্ধ করার স্পষ্টপ্রতীক লাগিয়ে দিয়েছে । পেইচিংয়ের এক কফি হাউসের মালিক লিয়াং চিন বলেন , আমাদের ব্যবস্থা এমনি , যারা ধূমপান করেন তারা আলাদা এক নির্দিষ্ট জায়গায় গিয়ে করেন । এটা অন্যান্য অতিথিদের ক্ষতি করবে না এবং বায়ু দূষণ করবে না ।

পেইচিংয়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সুন সিয়েনলি জানিয়েছেন , যাতে নতুন নিয়ম বাস্তবায়িত হতে পারে তার জন্য পেইচিংয়ে প্রায় এক হাজার কর্মী ধূমপান নিষিদ্ধকরণ সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছেন । তারা শহরের বিভিন্ন জায়গায় আইন পালনকারীদের কাজে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন । তাছাড়া বিভিন্ন ইউনিটের ভেতরে  প্রচার ও ধূমপানকারীদেরকে পরামর্শ  দেয়ার জন্য স্বাস্থ্য বিভাগ গোটা পেইচিং শহরে এক লাখ স্বেচ্ছাসেবক নিয়োগ করার সিদ্ধান্তও নিয়েছে । 

বিশেষজ্ঞরা বলেন , চীন তামাক উত্পাদনের একটি বড় দেশ । চীনের ধূমপানকারীর সংখ্যা বিশ্বের এক চতুর্থাংশ । যার ফলে  ব্যাপকভাবে জনগণের জায়গায় ধূমপান নিষিদ্ধকরণ করা অত্যন্ত কঠিন । তবে কয়েক বছর ধরে চীনের ধূমপান নিয়ন্ত্রণেরকাজ  দিন দিন জোরদার হচ্ছে । জনসাধরণও দিনদিন সরকারের  ধূমপান নিয়ন্ত্রণের কাজকে সমর্থন করে আসছে । পেইচিংয়ের কথা ধরা যাক , এক সর্বশেষ  পরিসংখ্যানে জানা গেছে ,পেইচিংয়ের ৮০ শতাংশেরও বেশি  নাগরিক অলিম্পিক গেমস চলাকালে  সার্বিকভাবে ধূমপান নিষিদ্ধকরণকে সমর্থন করেন । এথেকে প্রমাণিত হয় যে , পেইচিংয়ে "ধূমপান মুক্ত অলিম্পিক "আয়োজন করার ব্যাপক  জনভিত্তি রয়েছে ।

 পেইচিং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সুন সিয়েনলি বলেন , অলিম্পিক গেমসের জন্য একটি ধূমপান মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পেইচং সর্বাধিক প্রচেষ্টা চালাবে এবং এর দ্বারা  পেইচিংয়ের ধূমপান নিয়ন্ত্রণের কাজ তরান্বিত  করবে । তিনি বলেন,আমি মনে করি , অলিম্পিক গেমস আমাদের একটি সুবর্ণ সুযোগ । এটা আমাদের  ধূমপান নিয়ন্ত্রণের কাজকে তরান্বিত করবে । সুতরাং আমাদের  এই সুযোগে পেইচিংয়ের ধূমপান নিয়ন্ত্রণ কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ।――চুং শাওলি