১ মে পিপলস ডেইলী "তিব্বতের অতীত ও বর্তমান" সম্পর্কিত বড় আকারের প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে "কাছ থেকে সত্যিকারের তিব্বতকে দেখুন" শীর্ষক একটি সম্পাদকীয় প্রকাশ করেছে ।
সম্পাদকীয়তে বলা হয়েছে , বিপুল পরিমাণ আলোকচিত্র ও বস্তু তিব্বতের আকাশ পাতাল পরিবর্তনের কথা প্রমাণ করেছে । এসব দেখে লোকজণ নতুন তিব্বতের উন্নয়ন ও অগ্রগতি উপভোগ করেছেন ।চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এবং চীনের বিভিন্ন জাতির জনগণের যৌথ প্রচেষ্টায় তিব্বতের দীর্ঘস্থায়ী অচলাবস্থার অবসান হয়েছে । গণতান্ত্রিক সংস্কার , স্বায়ত্তশাসিত ব্যবস্থা এবং সংস্কার ও উন্মুক্তকরণ গভীরভাবে তিব্বতের নিয়তিকে পরিবর্তন করেছে এবং তিব্বতের আধুনিক সমাজ উন্নয়নের ঐতিহাসিক প্রক্রিয়া শুরু করেছে । প্রদর্শনীর মধ্য দিয়ে লোকজনের বিশ্বাস আরো দৃঢ় হয়েছে যে , তিব্বত প্রাচীনকাল থেকেই চীনের একটি অবিচ্ছেদ অংশ , তিব্বত জাতি হল চীনের বিভিন্ন জাতির এটি গুরুত্বপূর্ণ অংশ । (শুয়েই ফেই ফেই)
|