৩০ এপ্রিল চীনের পিপলস ডেইলী "তিব্বত সমস্যা মানবাধিকার সমস্যা নয়" শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করেছে । প্রবন্ধে বলা হয়েছে , দালাই চক্রের বাস্তবতাকে উপেক্ষা করে "তিব্বতের মানবাধিকার" সমস্যার কথা প্রচারের আসল উদ্দেশ্য হল পশ্চিমা দেশগুলোর কিছু কূটনীতিকের সমর্থন পাওয়া এবং চীনকে বিচ্ছান্ন করা ।
প্রবন্ধে বলা হয়েছে , বেচে থাকা ও উন্নয়ন হল অবঞ্চিত মানবাধিকার । দালাই চক্র "তিব্বতের মানবাধিকার সমস্যা" এর কথা বলে যাচ্ছে, তবে দালাইয়ের শাসনামলে পুরোনো তিব্বতের মোট লোকসংখ্যার মধ্যে ৯৫ শতাংশই জোত দারের ব্যক্তিগত দাস ছিল । তাদের কোন স্বাধীনতা বা অধিকার ছিলনা , আরো গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের বেঁচে থাকার অধিকারের নিশ্চয়তাও ছিলনা । বহু বছর ধরে দালাই তিব্বতী জনগণের উন্নয়নকে উপেক্ষা করে তিব্বতের স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে বেশ কিছু তত্পরতা চালানোর পরিকল্পনা করে । অনেক দেশের পন্ডিতরাও বলেছেন , দালাইয়ের উত্থাপিত "তিব্বতের মানবাধিকার সমস্যা" বিষযটিই প্রতারণামূলক ।
প্রবন্ধে বলা হয়েছে , তিব্বতের মানবাধিকারের কথা বলে এবং জাতীয় অনুভূতিতে উস্কানির সৃষ্টি করে পশ্চিমা দেশগুলোর সমর্থন পাওয়া এবং সবশেষে চীন থেকে তিব্বতকে বিচ্ছিন্ন করাই হল দালাই চক্রের আসল উদ্দেশ্য । (শুয়েই ফেই ফেই)
|