v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-29 20:31:46    
ওয়াং ইয়ান হুংয়ের অলিম্পিক স্বপ্ন

cri

     শ্রোতাবন্ধুরা, ২৯তম পেইচিং অলিম্পিক গেমস প্রতিদিনই এগিয়ে আসছে। চীনাদের এর ওপর সজাগ দৃষ্টি রাখার উত্সাহও দিন দিন বাড়ছে। আজকের " চীনের জীবন" অনুষ্ঠানে আমরা পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কিত একজন বিশেষ সংবাদদাতাকে আপনাদের সঙ্গে পরিচয় দেবো:প্রথমেই আমরা সংবাদদাতার কিছু কথা শুনি " সবাই ভাল আছেন? আমি ছেন ইয়ান হুং , পেইচিং 'আট এক' মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করি। আমার বয়স ১৪ । আমার অনেক সখ রয়েছে। এখন আমি চীনের কেন্দ্রীয় টেলিভিশন শিশু বিভাগের একজন উপস্থাপক এবং একজন ছোট্ট সংবাদদাতা। আমি আশা করি ' পেইচিং অলিম্পিক গেমস--২০০৮' সফলভাবে আয়োজন করা সম্ভব হবে। একই সঙ্গে এ অলিম্পিক গেমসের ওপর সারা বিশ্বের মানুষ সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এতে অংশগ্রহণ করবে বলে আমি আশাবাদী। এর মধ্য দিয়ে একটি সুন্দর বিশ্ব সৃষ্টি করা যাবে।"

    ছেন ইয়ান হুংয়ের বয়স ছোট , তবে তার অভিজ্ঞতা প্রচুর। সবচে' ছোট্ট সংবাদদাতা হিসেবে সে বিশেষ সংবাদদাতাদের সঙ্গে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক তত্পরতার কথা প্রচার করেছিল। সে চীনের প্রেসিডেন্টের সাক্ষাত্কার নিয়েছিল এবং সাক্ষাত্কারের মাধ্যমে চীনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে তার ভাল বন্ধুত্ব হয়েছে। একই সঙ্গে ৬ বছর ধরে স্কুলের লেখাপড়া ছাড়াও সে গান গাওয়া, নৃত্য এবং চলচ্চিত্রের ওপর প্রশিক্ষণ নিয়েছে। তবে ছেন ইয়ান হুং কখনো গর্ব করবে না।তার বাবা ছেন শি লুং বলেন, মেয়ে ছেন ইয়ান হুং সুষ্ঠুভাবে বড় হবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন:" তিন ক্ষেত্রে প্রশিক্ষণ দেয়ার ওপর আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। প্রথমতঃ মানুষ হওয়ার সামর্থ্য , সমাজে যোগাযোগের সামর্থ্য এবং কাজে লাগানোর সামর্থ্য । এসব সামাজিক অবস্থান, স্কুল এবং পরিবারসহ বিভিন্ন ক্ষেত্রের যৌথ প্রশিক্ষণের ওপর নির্ভরশীল । যেসব স্কুলে শিক্ষাদানের পরিবেশ কম সে সব স্কুলে আমরা বিশেষ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করি। গুণগত মান সংক্রান্ত শিক্ষা ক্ষেত্রের প্রশিক্ষণের ওপর আমরা বেশি গুরুত্ব দেই।এর মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে উপস্থাপক ও সংবাদদাতা হিসেবে প্রশিক্ষণ।"

    এখন ছেন ইয়ান হুং একজন চমত্কার ছোট্ট সংবাদদাতা । তবে তার প্রথমবার সাক্ষাত্কার নেয়ার সময় সে অনেক উত্তেজিত ছিল।" সাক্ষাত্কার নেয়ার আগে আমার ভিতর অনেক উত্তেজনা অনূভব করি। তবে সাক্ষাত্কার নেয়ার পর আমি আবিষ্কার করেছি যে , আসলে সাক্ষাত্কার নেয়া কঠিন হলেও এটি একটি খুবই মজার ব্যাপার।"

    বহুবার সাক্ষাত্কার নেয়ার পর, ছেন ইয়ান হুংয়ের " কাজে লাগানোর অভিজ্ঞতা" প্রতি দিনই বাড়ছে। সে বিভিন্ন ক্ষেত্রের সংবাদ এবং রাষ্ট্রীয় ব্যাপারের ওপর বেশি গুরুত্ব দেয়। আসন্ন পেইচিং অলিম্পিক গেমস , অবশ্যই তার সজাগ দৃষ্টি রাখা বিষয়গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি সে চীনের অলিম্পিক আবেদন কমিটির একজন সদস্য ওয়াং শেং আনের সাক্ষাত্কার নিয়েছে। ছেন হুং ইয়ান বলেন, এবারের সাক্ষাত্কার তাকে অনেক অভিজ্ঞতা এনে দিয়েছে। সে বলেছে:" ওয়াং শেং আন চাচা, তিনি চীনের অলিম্পিককে সফল করে তোলার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। এতে আমি খুব বেশি মুগ্ধ হয়েছি। সাক্ষাত্কারের সময় আমার প্রশ্নের উত্তরে তাঁর মুখে দেশের প্রতি অনেক ভালোবাসা ফুটে উঠে সেবারের সাক্ষাত্কারের পর, কোন অনুষ্ঠান বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তিনি আমাকে সঙ্গে নিয়ে যান।"

1 2