২৮ এপ্রিল পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর পিয়ং ইয়ং-এ সাফলভাবে সম্পন্ন হয়েছে । পিয়ং ইয়ং হলো অলিম্পিক মশাল হস্তান্তরের ১৮তম স্থান আর এবারই প্রথম অলিম্পিক মশাল পিয়ং ইয়ংয়ে পৌঁছালো।
৫ ঘন্টায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করে অলিম্পিক মশাল হস্তান্তর শেষ হয় । মোট ৮০জন মশালবাহক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়েছেন । প্রথম মশালবাহক হলেন ৭২ বছর বয়স্ক উত্তর কোরিয়ার সাবেক ফুটবল খেলোয়াড় পার্গ দু ইগ এবং সর্বশেষ মশালবাহক হলেন উত্তর কোরিয়ার ম্যারাথন সমিতির উপ-মহাসচিব জাং সাইগ ওক । উত্তর কোরিয়ায় চীনা রাষ্ট্রদূত লিউ সিয়াও মিং মশাল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়েছেন ।
পিয়ং ইয়ংয়ে হস্তান্তর অনুষ্ঠান শেষ করার পর পেইচিং অলিম্পিক মশাল ভিয়েতনামের হো ছি মিন শহরে যাবে ।
(ছাও ইয়ান হুয়া)
|