২৮ এপ্রিল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর অনুষ্ঠিত হবে। অলিম্পিক মশাল এই প্রথমবারের মতো উত্তর কোরিয়ার মাটিতে যাচ্ছে। উত্তর কোরিয়ার পার্টি ও রাষ্ট্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে পিয়ং ইয়ং শহরের সাধারণ নাগরিক সবাই পেইচিং অলিম্পিক গেমসের প্রতি আন্তরিক সমর্থন ও শুভ কামনা প্রকাশ করেছেন। তারা পিয়ং ইয়ংয়ে অলিম্পিক মশাল হস্তান্তরের প্রতি দারুণ উত্সাহ দেখিয়েছেন।
উত্তর কোরিয়ার বেশ কয়েকজন মশালবাহক বলেছেন, তারা অলিম্পিক মশাল বাহক হতে পেরে আনন্দ ও গৌরব বোধ করেন। তারা পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেন। উত্তর কোরিয়া অলিম্পিক মশাল হস্তান্তরের জন্য বৈশিষ্ট্যপূর্ণ রোড ম্যাপ নির্ধারণ করেছে। এই মশালরীলে পিয়ং ইয়ংয়ের প্রধান রাস্তা ও প্রতীক স্থাপত্যগুলো অন্তর্ভুক্ত রয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|