পেইচিং অলিম্পিক মশাল রীলে ২৬ এপ্রিল সকালে জাপানের নাগানোয় সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
জাপানের নাগানো হলো পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তরের ১৬তম ধাপ। হস্তান্তরের রীলের দৈর্ঘ্য ১৮.৭ কিলোমিটার। মোট ৮০জন মশাল বাহক এতে অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছেন জাপানের বিখ্যাত ক্রীড়াবিদ হোশিনো সেনিছি, নোগুছি মিজুকি এবং কোসুকে কিতাজিমা।
নাগানোর মশাল রীলে শেষে মশালটি দক্ষিণ কোরিয়ার সিউলে হস্তান্তর হবে। (ইয়াং ওয়েই মিং)
|