দক্ষিণ কোরিয়া অলিম্পিক কমিটির প্রধান জুং কিল কিম ২৬ এপ্রিল জানান, দক্ষিণ কোরিয়া সরকার, সিউল পৌর সরকার এবং দক্ষিণ কোরিয়ার অলিম্পিক কমিটি যৌথভাবে ২৭ এপ্রিল মশাল হস্তান্তর সুষ্ঠু আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
জুং কিল কিম বলেন, মশাল সুষ্ঠু হস্তান্তরের জন্য দক্ষিণ কোরিয়া যথাযোগ্য ব্যবস্থা নেবে। অলিম্পিক মশাল হলো শান্তি'র প্রতীক। বিভিন্ন দেশে হস্তান্তরের মাধ্যমে শান্তি'র চেতনা প্রচার করা হয়। রাজনৈতিক কারণে মশাল হস্তান্তর বর্জন করা ঠিক নয়।
তিনি আরো বলেন, মশাল সুষ্ঠু হস্তান্তরের জন্য নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য এখন প্রকাশ করা যায় না। (ইয়াং ওয়েই মিং)
|