v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-25 18:26:16    
ঐতিহ্যিক বৈশিষ্ট্য শৈলীর মাধ্যমে চীনের রিথমিক জিমনেস্টিকসের ব্যাপক অগ্রগতি অর্জিত

cri

গত ৫ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ভাগ্যবান পেইচিং রিথমিক জিমনেস্টিকস আমন্ত্রণমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতা পেইচিং শিল্প বিশ্যাবিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। রাশিয়া একক ও দলগত আল রাউন্ডের স্বর্ণপদক লাভ করে। চীন সারা বিশ্বকে বিস্মিত করে দলগত আল রাউন্ডে ঐতিহ্যিক বৈশিষ্ট্য শৈলী দিয়ে রৌপপদক লাভ করে। এটি চীনের রিথমিক জিমনেস্টিকসের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সাফল্য সৃষ্টি করে।

বিশ্ব রিথমিক জিমনেস্টিকস চ্যাম্পিয়শীপ ২০০৭-এ চীন মাত্র নবম হয়েছে। কিন্তু মাত্র তিন মাসের মধ্যে চীন একই ক্রীয়াকলাপ দিয়ে রৌপ্যপদক লাভ করে। এ কারণ সম্পর্কে চীনের জাতীয় রিথমিক জিমনেস্টিকস দলের কেপিটাল চাং শুও বলেন,

(রে ১)

'বিশ্ব চ্যাম্পিয়নশীপের পর আমরা নিজের অভাব সংশোধন ও সুবিধা আরো উন্নয়ন করেছি। আমরা এবারের প্রতিযোগিতায় আমাদের সাফল্য উন্নয়ন করেছি।'

এবারের প্রতিযোগিতা হল পেইচিং অলিম্পিক গেমসের পরীক্ষামূলক প্রতিযোগিতা। বিশ্ব চ্যাম্পিয়নশীপ ২০০৭-এ প্রথম ১০ স্থানে রওয়া দেশ এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশীপ ও এথেন্স অলিম্পিক গেমস ২০০৪'র চ্যাম্পিয়নশীপ রাশিয়া এবং বিশ্ব কাপ ২০০৭'র চ্যাম্পিয়নশীপ ইতালি অন্তর্ভূক্ত রয়েছে। সেজন্য এবারের প্রতিযোগিতা হল বিশ্বের প্রথম পর্যায়ের প্রতিযোগিতা।

ফাইনালে চীনের মেয়েদের প্রতিমা, পোষাক, সংগীত ও ক্রিয়াকলাপের ঐতিহ্যিক বৈশিষ্ট্য রয়েছে। পেইচিং অলিম্পিক গেমস ২০০৮-এ চীন অব্যাহতভাবে নিজের

ঐতিহ্যিক বৈশিষ্ট্য বজায় রাখবে। চাং শুও বলেন,

(রে ২)

'অলিম্পিক গেমস ২০০৮ চীনে আয়োজিত হবে। আমরা আশা করি, চীনের প্রাচীন সংগীত ব্যবহার করনো। এর মাধ্যমে পরিদর্শনদের অনুবেদনা সৃষ্টি হবে। কারণ চীনা মানুষ অবশ্যই চীনের সংগীত জানেন।'

চীনের ঐতিহ্যিক বৈশিষ্ট্য শৈলী শুধু যে আম্পায়ার তা নয়, বরং পরিদর্শকদের পছন্দ লাভ করেন। রাশিয়া ও ইতালিও চীনের নৈপূন্যের প্রশংসা করে। ইতালি জাতীয় রিথমিক জিমনেস্টিকস দলের কেপিটাল ব্লানচি এলিসা বলেন,

(রে ৩)

'চীন চমত্কার ক্রীড়া নৈপূণ্য দেখিয়েছে। মেয়েদের ক্রীয়াকলাপ সঠিক ও পরিষ্কার। আমি মনে করি, নিজের পাড়িতে এ ধরণের মর্যাদা লাভ করা তাঁদের জন্য একটি আনন্দিত ব্যাপার।'

যদিও এবারের আমন্ত্রণমূলক আন্তর্জাতিক প্রতিযোগিতায় চীন সাফল্য লাভ করে, তবুও ঐতিহ্যিক শক্তিশালী রাশিয়া ও ইতালির মধ্যে আরো অনেক ব্যবধান রয়েছে। চীনের রিথমিক জিমনেস্টিকস ক্রীড়াবিদরা এটি অনেক জানেন।

বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় পর্যায়ের স্থানে রয়েছে। সেজন্য চীনের পেইচিং অলিম্পিক গেমসের লক্ষ্য হল চতুর্থ স্থানে উঠা ও পদক লাভ করার চেষ্টা করা। এখন থেকে অলিম্পিক গেমস উদ্বোধন হওয়ার সময় বেশি নয়। চীনের রিথমিক জিমনেস্টিকস দল আস্থাবানভাবে অলিম্পিক গেমসের লক্ষ্য বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। চাং শুও বলেন,

(রে ৬)

'আমরা চীনা মানুষ ও নিজের সপ্ন বাস্তবায়নের দায়িত্ব পালন করেৱি। প্রত্যেক চমত্কার ক্রীড়া নৈপুণ্য দেখাছেন। আমাদের পেইচিং অলিম্পিক গেমসের লক্ষ্য বাস্তবায়নের প্রতীক্ষায় রয়েছে।'