![]( /mmsource/images/2009/03/08/13.jpg)
(মূল ভূভাগের সঙ্গীত মহলের নতুন তারকা লি ইয়ু ছুন)
এই গানে অংশগ্রহণকারী বিভিন্ন গায়িকা অলিম্পিককে তাদের শুভেচ্ছাও জানিয়েছেন , আমরা তাদের শুভেচ্ছাবানী শুনি :
১:আশা করি এ গানের মাধ্যমে বিশ্ব আমাদেরকে উপলব্ধি করতে পারবে ।
২:আমাদের গাওয়া এই গানের মাধ্যমে সব খেলোয়াড়কে উত্সাহ দেবো ।
![]( /mmsource/images/2009/03/08/8.jpg)
(তাইওয়া ও হংকং থেকে আসা শিল্পী সংবাদদাতার প্রশ্নের উত্তর দিচ্ছেন)
৩:অলিম্পিকের সেচ্ছাসেবক হিসেবে আমি আশা করি বিশ্বের প্রবাসী চীনারা মন থেকে পেইচিং অলিম্পিককে সমর্থন করবেন ।
৪:অলিম্পিক হল চীনাদের গর্ব , আমরা পেইচিং অলিম্পিক গেমসকে সমর্থন করি ।
৫: পেইচিং অলিম্পিক গেমস ঘনিয়ে আসছে । বন্ধুরা ,পেইচিংয়ে আসুন এবং অলিম্পিকের পরিবেশ অনুভব করুন , পেইচিংয়ে আপনাকে স্বাগত।
1 2 3 4 5
|