২৪ এপ্রিল চীনে যে সব জায়গা দিয়ে অলিম্পিকের মশাল যাত্রা অনুষ্ঠিত হবে সেখানে চাঁদা দিয়ে ২ হাজার ৮টি খেলার মাঠ নির্মাণের জন্য চীনের দারিদ্র্য বিমোচন তহবিল পেইচিং-এ 'স্বপ্ন বাস্তবায়ন ২০০৮' শীর্ষক জনকল্যানমূলক কর্মসূচী শুরু করেছে।
পরিকল্পনা অনুযায়ী অলিম্পিকের মশাল যাত্রা চীনে মে মাসের প্রথম দিক থেকে শুরু হবে। সমাজের বিভিন্ন মহলের কাছ থেকে চাঁদা সংগ্রহের মধ্য দিয়ে 'স্বপ্ন বাস্তবায়ন ২০০৮' কর্মসূচী আওতায় অলিম্পিকের মশাল হস্তান্তরের জায়গাগুলোতে দরিদ্র বা অনুন্নত স্থানে প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য খেলা স্থান নির্মাণ করা হবে, যাতে আরো বেশি ছাত্রছাত্রী শরীরচর্চা ও খেলাধূলা করতে পারে।
(খোং চিয়া চিয়া)
|