২৪ এপ্রিল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পেইচিং অলিম্পিক মশাল হস্তান্তর সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
ক্যানবেরা হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের মশাল বিদেশে হস্তান্তরের পঞ্চদশ ধাপ। হস্তান্তর অনুষ্ঠান ২ ঘন্টা ৪৫ মিনিট স্থায়ী ছিল। মশাল যাত্রার দৈর্ঘ্য প্রায় ১৬ কিলোমিটার। হস্তান্তর অনুষ্ঠান রিকনসিনেশন স্কয়ার থেকে শুরু হয়ে ৮৮ মঞ্চে শেষ হয়েছে। ৮০ জন মশাল বাহক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন। সর্বশেষ মশাল বাহক ছিলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত সাঁতারু, অলিম্পিক গেমসে পাঁচটি স্বর্ণপদক বিজয়ী ইয়ান থর্প।
মশাল হস্তান্তর ক্যানবেরায় শেষ হওয়ার পর জাপানের নাগানোয় যাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|