অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটির ভাইস চেয়ারম্যান রন হাভি সম্প্রতি বলেছেন, অস্ট্রেলিয়া পরিস্কারভাবে 'পেইচিং অলিম্পিক গেমস বর্জনের' বিরোধিতা করে।
বর্তমানে বিশ্বে কিছু মানুষ তিব্বত ও মানবাধিকারের অজুহাতে 'পেইচিং অলিম্পিক গেমস বর্জনের' ধুয়ো তুলেছে। এ সম্পর্কে আমাদের সংবাদদাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে হাভি বলেন, অলিম্পিক গেমস বর্জনের যে কোন অপচেষ্টা ব্যর্থ হবে।
তিনি বলেন, 'আমি অবশ্যই 'পেইচিং অলিম্পিক গেমস বর্জন'কে সমর্থন করবো না। ক্রীড়া কেবল ক্রীড়া। আমরা বিশ্বাস করি, চীন অলিম্পিক গেমস আয়োজন করা একটি ভালো কাজ। তিব্বতে যে ঘটনাই ঘটুক না কেন, আমরা বিশ্বাস করি, পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তথাকথিত তিব্বত বিষয়ে আমাদের হস্তক্ষেপ করা উচিত না।
এর আগে অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটির চেয়ারম্যান জন কোটস এক লিখিত বিবৃতিতে পুনরায় ঘোষণা করেন যে, অস্ট্রেলিয়া পেইচিং অলিম্পিক গেমসে অংশ নেবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|