পেইচিং অলিম্পিক গেমসের মশাল বিশেষ বিমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে স্থানীয় সময়ে ২৩ এপ্রিল সকাল ৭টা ৫০ মিনিটে অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পৌঁছেছে। ক্যানবেরা হলো পেইচিং অলিম্পিক গমসের মশাল যাত্রার ১৫তম এবং অস্ট্রেলিয়া মহাদেশের এক মাত্র ধাপ। বিমান বন্দরে পেইচিং অলিম্পিক গমসের মশাল হস্তান্তর বিষয়ক মহাপরিচালক ও পেইচিং অলিম্পিক কমিটির কার্যনির্বাহী ভাইস চেয়ারম্যান চিং সিয়াও ইয়ু এবং অষ্ট্রেলিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং জুন সাই একসাথে মশালটি নিয়ে বিমান থেকে নেমে আসেন।
মশাল যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে চিং সিয়াও ইয়ু তার সংক্ষিপ্ত ভাষণে পেইচিং অলিম্পিক গেমসের ক্যানবেরা যাত্রা উপলক্ষে সবাইকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অষ্ট্রেলিয়ায় দু'বার অলিম্পক গমস আয়োজিত হয়েছিলো। তিনি বিশ্বাস করেন, অলিম্পিক গমসের শিখা অনির্বান 'শান্তি, সৌহার্দ্য ও অগ্রগতি'র যে অলিম্পিক চেতনা বহন করছে, তা ভালোভাবে অনুধাবন করবে অষ্ট্রেলিয়া।
পরিকল্পনা অনুযায়ী, ক্যানবেরায় মশাল হস্তান্তর অনুষ্ঠান স্থানীয় সময় ২৪ এপ্রিল ৮টা ৩০ মিনিটে শুরু হবে। এ অনুষ্ঠানে মোট ৮০জন মশাল বাহকের অংশগ্রহণ করার কথা। মশাল যাত্রা লেক বার্লি গ্রিফিনের অদূরের মহাচত্বর থেকে যুদ্ধ সৃতিসৌধ, সুপ্রিম কোট, জাতীয় গ্রন্থাগার ও পার্লামেন্ট ভবন পার হয়ে ইউনিট পার্কে গিয়ে শেষ হবে। ৩ ঘণ্টা স্থায়ী এ মশাল যাত্রার মোট দৈঘ্য ১৫ কিলোমিটার।
(ওয়াং তান হোং)
|