সম্প্রতি চীনের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশপ্রেমের অনুভূতি প্রকাশের উপায় নিয়ে আলোচনা করেছেন। তারা বলেন, অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর পণ্ড করার অপচেষ্টার নিন্দা জানানোর জন্য সঠিক উপায় আবলম্বন করা উচিত।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির ছাত্র ফু চাও চিয়ে বলেন, সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের প্রক্রিয়ায় সংঘটিত কিছু ঘটনায় চীনা ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ। কিন্তু যার যার ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে সঠিক পদ্ধতি বেছে নেয়া উচিত।
হুয়া চোং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বান ওয়েই বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সবচেয়ে কার্যকর দেশপ্রেম প্রকাশের পদ্ধতি হলো ভালোভাবে লেখাপড়া করা এবং চীনের উন্নয়নে অবদান রাখা।
বিভিন্ন জায়গার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনে করেন, তারা যার যার দেশপ্রেমের উদ্দীপনা নির্দিষ্ট কাজে প্রয়োগ করবেন এবং কার্যকর উপায়ে অলিম্পিক গেমসকে সমর্থন করবেন। এতে অলিম্পিক গেমস চীনের চেতনা ও সংস্কৃতি প্রদর্শনের একটি সুযোগে পরিণত হবে। (লিলি)
|