২২ এপ্রিল জাকার্তায় অলিম্পিকের মশাল হস্তান্তর সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
এটি ছিল বিদেশে মশাল হস্তান্তরের ১৪তম ধাপ। পেইচিং অলিম্পিক গেমসের মশাল পেকারনা স্টেডিয়ামের পূর্ব মহা চত্বর থেকে শুরু করে স্টেডিয়ামটি ঘুরে পশ্চিম
মহা চত্বর পর্যন্ত আড়াই ঘন্টায় প্রায় ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। মোট ৮০জন মশাল বাহক মশাল হস্তান্তরে অংশ গ্রহণ করেন।
পেইচিং অলিম্পিক গেমসের মশাল এর পর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যাবেরায় যাবে।
ছাই ইউয়ে
|