v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-22 18:51:22    
চীন-আসিয়ান বেতার ও টেলিভিশন ফোরাম পেইচিংয়ে শুরু

cri
    চীন -আসিয়ান বেতার ও টেলিভিশন ফোরাম ২২ এপ্রিল পেইচিংয়ে শুরু হয়েছ । চীন ও আসিয়ানের দশটি দেশের শতাধিক সরকারী বেতার ও টেলিভিশন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা এবং বেতার ও টেলিভিশন প্রতিনিধি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । তারা বলেন , বেতার ও টেলিভিশন ক্ষেত্রে চীন ও আসিয়ানের সহযোগিতা আরো বিস্তৃত হবে এবং বিনিময় ও সহযোগিতার মান আরো উন্নত হবে ।

    চীনের জাতীয় বেতার , চলচ্চিত্র ও টেলিভিশন সাধারণ ব্যুরোর উদ্যোগে এ ফোরাম অনুষ্ঠিত হচ্ছে । চীনের জাতীয় বেতার , চলচ্চিত্র ও টেলিভিশন ব্যুরোর প্রধান ওয়াং থাই হুয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন , বেতার ও টেলিভিশন চীন ও আসিয়ানের সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সমঝোতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে । বেতার ও টেলিভিশন দু পক্ষের বিনিময় ও সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ ও প্রেরণায় পরিণত হয়েছে । চীন সরকার আসিয়ানের দেশগুলোর বেতার ও টেলিভিশন বিভাগের সঙ্গে বিনিময় ও সহযোগিতাকে গুরুত্ব দেয়। ওয়াং থাই হুয়া বলেন , চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ও সফর বিনিময় দিন দিন বাড়ছে । চীন ও আসিয়ানের দেশগুলোর সাংস্কৃতিক সম্পদের পরিপূরকতা ও বেতার ও টেলিভিশন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা অনেক বেশি । চীন বেশির ভাগ আসিয়ান দেশের সঙ্গে বেতার ও টেলিভিশন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । পরবর্তীকালে চীন পারস্পরিক কল্যানের নীতির ভিত্তিতে আসিয়ানের দেশগুলোর সঙ্গে বিনিময় ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করবে এবং এশিয়া অঞ্চলের বেতার ও টেলিভিশন উন্নয়নে আরো বড় ভূমিকা নেবে ।

    আসিয়ান দেশগুলো চীনের প্রতিবেশী। , চীন ও আসিয়ান দেশগুলোর মৈত্রীর ইতিহাস সুদীর্ঘ । গত শতাব্দীর নব্বইয়ের দশকের প্রথম দিকে চীন ও আসিয়ানের দেশগুলোর মধ্যে সংলাপ শুরু হয় । গত দশ-বারো বছরে পরস্পরকে সম্মান প্রদর্শন , সমতা , আস্থা , পারস্পরিক কল্যান ও সহযোগিতার নীতির ভিত্তিতে কৃষি , জনশক্তি , যোগাযোগ , জ্বালানী সম্পদ , সংস্কৃতি ও পর্যটন ক্ষেত্রে দুপক্ষের সহযোগিতা সফল হয়েছে । গত বছর চীন ও আসিয়ানের বাণিজ্যের পরিমান দু শ' বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে । চুক্তি অনুসারে ২০১০ সালে চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল স্থাপন করা হবে ।

    আসিয়ান সচিবালয়ের সংস্কৃতি ও তথ্য বিভাগের প্রধান লি জো টিয়েং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন , চীন ও আসিয়ানের সম্পর্ক উন্নয়ন আঞ্চলিক তথা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য তাত্পর্যপূর্ণ । গত কয়েক বছরে চীন ও আসিয়ানের সহযোগিতা দ্রুত বাড়ছে । তিনি আশা করেন , বেতার ও টেলিভিশন ক্ষেত্রে দু পক্ষের মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে । তিনি বলেন , বেতার ক্ষেত্রে বেতার কেন্দ্রগুলোর মধ্যে সরাসরি প্রচারের হটলাইন স্থাপন করা উচিত । বিভিন্ন বেতার কেন্দ্রের মধ্যে প্রতি দিন বা প্রতি সপ্তাহে সংবাদ বিশ্লেষণ বিনিময় করার ব্যবস্থা নেয়া উচিত । টেলিভিশন ক্ষেত্রে আমরা যৌথভাবে আরো বেশি অনুষ্ঠান ও প্রামান্য ছবি তৈরী করতে পারি । যাতে চীনের টেলিভিশন কেন্দ্রগুলোতে আসিয়ানের আরো বেশি অনুষ্ঠান এবং আসিয়ান দেশগুলোর টি ভি কেন্দ্রে চীনের অনুষ্ঠান প্রচার করা যায় ।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় বিভাগের উপপ্রধান ইয়াং ইয়েন ই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেছেন , আমরা আন্তরিকভাবে আশা করি চীন ও আসিয়ানের বেতার ও টেলিভিশন মহলের কর্মীরা অনুষ্ঠান বিনিময় , প্রযুক্তিগত সহযোগিতা ও কর্মী প্রশিক্ষণ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতার উদ্যোগ নেবে ।

    এ ফোরামের প্রতিপাদ্য হলো বিনিময় , সহযোগিতা ও উন্নয়ন । ফোরামটি আগামীকাল হবে । ফোরাম শেষে পেইচিং ঘোষণাপ্রকাশিত হবে ।