পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ২২ এপ্রিল শুরু হয়েছে।
জাকার্তা হলো পেইচিং অলিম্পিক গেমসের মশাল যাত্রার চতুর্দশ ধাপ। আড়াই ঘণ্টা ব্যাপী হস্তান্তর অনুষ্ঠানটিতে মোট ৮০জন মশাল বাহকের অংশ নেওয়ার কথা। এথেন্সেঅলিম্পিক গমসে পুরুষদের একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্বর্ণপদক পাওয়া তৌফিক হিদায়েত এ মশাল যাত্রার সর্বশেষ বাহক।
জাকার্তায় মশাল যাত্রা শেষে পেইচিং অলিম্পিক গমসের মশাল অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় যাবে।
(ওয়াং তান হো)
|