পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তাস্তর অনুষ্ঠান মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।
কুয়ালা লামপুর ছিল পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের ত্রয়োদশ ধাপ। হস্তান্তর অনুষ্ঠানটি ৪ ঘণ্টা ধরে চলেছে ওবং মশাল যাত্রার মোট দৈঘ্য ছিল ১৬ কিলোমিটার। মশাল হস্তান্তর স্বাধীন মহাচত্বর থেকে শুরু করে ডাবল হাম্প মন্দিরে গিয়ে শেষ হয়। মোট ৮০জন মশাল বাহক এ অনুষ্ঠানে অংশ নেন। ১৯৬৪ সালের টোকিও অলিম্পিক গেমসের মশাল হস্তান্তরের পর এবার দিত্বীয়বারের মতো মালয়েশিয়ারের অলিম্পিক মশাল গেল।
কুয়ালা লামপুরে মশাল হস্তান্তরের পর, পেইচিং অলিম্পিক গেসমের শিখা অনির্বান ২২ এপ্রিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাবে।
|