পেইচিং অলিম্পিক গেমসের মশাল যাত্রার ত্রয়োদশ গন্তব্য মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে ২১ এপ্রিল স্থানীয় সময়ে দুপুর ২টায় মশাল হস্তান্তরশুরু হয়েছে।
মশাল হস্তান্তর অনুষ্ঠানে সহস্রোধিক মানুষ নানা পতাকা উড়িয়ে অলিম্পিক শিখা অনির্বানকে স্বাগত জানায়। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কার্য-নির্বাহী চেয়ারম্যান চিয়াং সিয়াও ইউ অলিম্পিক মশাল কুয়ালা লামপুরের মেয়রের হাতে তুলে দেন। মানুষের হর্ষধ্বনির সাথে মালয়েশিয়ার অলিম্পিক কমিটির চেয়ারম্যান প্রথম মশাল বাহক হিসেবে মেয়রের হাত থেকে মশাল নিয়ে কুয়ালা লামপুরে মশাল যাত্রা অনুষ্ঠান শুরুকরেন।
পরিকল্পনায় অনুযায়ী, মোট ৮০জন মশাল বাহক এই অনুষ্ঠানে অংশ নেবেন। এর দৈঘ্য ১৬ কিলোমিটার এবং ব্যাপ্তি প্রায় চার ঘন্টা।
|