v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-04-21 18:46:20    
চীনে মেধাস্বত্বলংঘনের বিরুদ্ধে বড় সাফল্য

cri
    ২০ এপ্রিল চীন সরকারের পরিকল্পনা অনুসারে চীনের ৩১টি প্রদেশ , স্বায়ত্তশাসিতঅঞ্চল ও কেন্দ্র শাসিত শহর বেআইনী বইপত্র ও অডিও-ভিডিও ধ্বংস করেছে । এ পর্যন্ত এটা হলো চীনের সবচেয়ে বড় আকারের অবৈধ প্রকাশনা ধ্বংস করার ঘটনা । চীনের জাতীয় তথ্য ও প্রকাশনা প্রশাসনের প্রধান লিউ পিন চিয়ে বলেন , এর মধ্য দিয়ে চীনে মেধাস্বত্বলংঘনকারী বইপত্র ও অডিও-ভিডিও বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে এবং চীন সরকারের মেধাস্বত্ব রক্ষার অবস্থান ও দৃঢ সংকল্প প্রতিফলিত হয়েছে ।

    ২০ এপ্রিল চীনের বিভিন্ন স্থানে যে সব বেআইনী বইপত্র ও অডিও ভিডিও ধ্বংস করা হয়েছে ,তার পরিমান চার কোটি ৭০ লাখ , মোট মূল্য ৫০ কোটি ইউয়ান । পেইচিংয়ের একটি কর্মসূচীতে ২০ লাখ অবৈধ বইপত্র ও অডিওভিডিও ধ্বংস করা হয়েছে । চীনের জাতীয় তথ্য ও প্রকাশনা প্রশাসনের প্রধান ও জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরোর প্রধান লিউ পিন চিয়েসহ চীনের ২২টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন । লিউ পিন চিয়ে বলেন , আজ পেইচিংসহ চীনের বিভিন্ন স্থানের অবৈধ বইপত্র ও অডিও-ভিডিও ধ্বংসের মাধ্যমে গোটা বিশ্বকে জানানো হয়েছে যে চীন সরকার অব্যাহতভাবে মেধাস্বত্ব রক্ষার পতাকা উর্ধে তুলে ধরে দৃঢভাবে অবৈধ প্রকাশনা দমন করে নিজ জাতির স্বকীয় উদ্ভাবনী শক্তিকে রক্ষা করবে এবং সেবামূলক সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা করবে ।

    লিউ পিন চিয়ে আরো বলেন , চীন সরকার বরাবরই মেধাস্বত্ব সংরক্ষণের কাজকে গুরুত্ব দিয়ে আসছে । মেধাস্বত্ব সংরক্ষণ ক্ষেত্রে আন্তর্জাতিক আইনগুলোর সঙ্গে খাপ খাওয়ানোরজন্য চীনে ইতোমধ্যে পরিপূর্ণ আইনবিধি প্রণয়ন করা হয়েছে । সামাজিক তত্ত্বাবধানের সুবিধার জন্য চীনের ৫০টি মাঝারী ও বড় শহরে মেধাস্বত্ব লংঘন অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে । কিছু দিন আগে চীনের রাষ্ট্রীয় পরিষদের একটি অধিবেশনে নীতিগতভাবে ' জাতীয় মেধাস্বত্ব সংরক্ষণের সাধারণ নীতি গৃহীত হয় । এতে মেধাস্বত্ব রক্ষার পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া প্রনীত হয়েছে ।

    গত বিশ-বাইশ বছরে চীন সরকার গ্রন্থস্বত্ব লংঘন করে বেআইনীভাবে বইপত্র ও অডিও-ভিডিও প্রকাশের বিরুদ্ধে অনেক কার্যকর ব্যবস্থা নিয়েছে এবং লক্ষনীয় সাফল্য অর্জন করেছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , বিশ বছরে , চীনে মোট চার লাখ মেধাস্বত্ব লংঘনের ঘটনা উদঘাটন করে সেগুলো নিষ্পত্তি করা হয়েছে , ২৩৮টি অবৈধ অডিও -ভিডিও কারখানা ধ্বংস করা হয়েছে এবং ১৩০ কোটি বেআইনী বইপত্র ও অডিও-ভিডিও বাজেয়াপ্ত করা হয়েছে ।

    এর পাশাপাশি সাধারণ মানুষের মেধাস্বত্ব রক্ষার চেতনা বাড়ানো এবং মেধাস্বত্বকে মর্যাদা দেওয়ার পরিবেশ সৃষ্টির দিকেও চীন সরকার নজর দিচ্ছে । পেইচিংয়ের একটি অবৈধ বইপত্র ও অডিও-ভিডিও ধ্বংস অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদেরকে নকল সিডি ও ভিডিও ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে । পেইচিংয়ের উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রী চাও ইউ চিয়াও সারা দেশের ছাত্রছাত্রীদের প্রতি নকল কপি প্রত্যাখ্যান করে আসল কপি ব্যবহারের আহ্বান জানিয়েছেন । তিনি বলেন , আমি পেইচিংয়ের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীর পক্ষ থেকে সারা দেশের ছাত্রছাত্রীদের প্রতি মেধাস্বত্বকে মর্যাদা প্রদর্শন করে নকল কপি প্রত্যাখ্যান করে আসল কপি ব্যবহারের আহ্বান জানাচ্ছি , যাতে ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে মেধাস্বত্বকে সম্মান প্রদর্শনের অভ্যাস সৃষ্টি হয় ।

    চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরোর প্রধান লিউ পিন চিয়েন বলেন , সম্প্রতি চীনের কিছু অবৈধ বইপত্র ও অডিও-ভিডিও কারখানা দেশের বাইরে স্থানান্তরিত হয়েছে । এসব কারখানায় বিদেশী ব্যবসায়ীর নামে অব্যাহতভাবে চীনে অবৈধ বইপত্র ও অডিও-ভিডিও তৈরী হচ্ছে । এতে প্রমাণিত হয়েছে যে , আমাদের অবৈধ অডিও-ভিডিও দমনের কাজ বেশ কঠিন । আশা করি সংশ্লিষ্ট বিভাগ , গণ নিরাপত্তা পুলিশ ও ব্যাপক জনসাধারণ চীনের মেধাস্বত্ব সংরক্ষণের আইন কার্যকর করবে এবং মেধাস্বত্ব সংরক্ষণের পরিবেশ সৃষ্টি ও চীনা জাতির স্বকীয় উদ্ভাবনী শক্তি বাড়ানোর ক্ষেত্রে নতুন অবদান রাখবেন ।